Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শিবগঞ্জে মুক্তিযোদ্ধার ছেলেকে হত্যার চেষ্টার অভিযোগ

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা | প্রকাশের সময় : ১৩ জুন, ২০১৮, ১:৫৮ পিএম

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মুক্তিযোদ্ধার এক ছেলে ও বউকে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে। এনিয়ে মঙ্গলবার রাতে শিবগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন হত্যার চেষ্টার স্বীকার আসাদুজ্জামান। সে শিবগঞ্জ উপজেলার পুখুরিয়া এলাকার মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য মৃত নুরশেদ আলীর ছেলে। অভিযোগে জানাগেছে, গত মঙ্গলবার ভোর সাড়ে ৬টার দিকে একই এলাকার মৃত মোহাম্মদ আলী ওরফে গোভার ছেলে আনারুল ইসলাম ওরফে আনা ড্রাইভার, সহোদর ইব্রাহিম আলীসহ অজ্ঞাতনামা ৩-৪ দৃস্কৃতিকারী বাড়ির প্রধান ফটক ভেঙে জোরপূর্বক বাড়িতে ঢুকে প্রয়োজনীয় আসবাবপত্র ভাঙচুর করতে শুরু করে। এক পর্যায়ে আসাদুজ্জামানের স্ত্রী ফারহান আখতার ইতি ও মা চন্দ্রফুল বেগকে বেধড়ক মারধর করতে থাকে। পরে আসাদুজ্জামান ও স্ত্রী ইতিকে পিটিয়ে গুরুত্বর আহত করে শ্বাসরোধ করে হত্যা চেষ্টার অভিযোগ উঠে। খবর পেয়ে শিবগঞ্জ থানার একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) মাহতাব আলী লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হত্যার চেষ্টা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ