Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

উত্তর প্রদেশে বাস দুর্ঘটনায় নিহত ১৭

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৩ জুন, ২০১৮, ১০:২৬ এএম | আপডেট : ২:১০ পিএম, ১৩ জুন, ২০১৮

ভারতের উত্তর প্রদেশের মৈনপুরী জেলায় বাস দুর্ঘটনায় ১৬ জন নিহত হয়েছেন। এছাড়া আরও ৩৫ যাত্রী গুরুতর আহত হয়েছেন।

বুধবার (১৩ জুন) সকালে জেলার দনহারা এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে এ ঘটনা ঘটে বলে ভারতীয় সংবাদমাধ্যম থেকে জানা গেছে।

দেশটির পুলিশের বরাত দিয়ে সংবাদমাধ্যম বলছে, গাড়িটি দ্রুতগতিতে চলছিল। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডিভাইডারের সঙ্গে ধাক্কা লাগে। এতে ১৭ জনের মৃত্যু এবং ৩৫জন আহত হন।

বাসচালকসহ আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরমধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

এদিকে, দুর্ঘটনায় যাত্রীদের মুত্যুতে সমবেদনা জানিয়েছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদন প্রকাশ করেন। এছাড়াও আহতদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা করার জন্য কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক দুর্ঘটনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ