বাড়িতেই ফাইনাল দেখবেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট, ফ্রান্সের প্রেসিডেন্ট কাতারে
বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ম্যাচ দেখতে কাতারে যাচ্ছেন না আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ। তিনি জানান, আজ
রাশিয়া বিশ্বকাপকে ঘিরে সারা বিশ্ব এখন মেতে উঠেছে। ফুটবল উন্মাদনায় কাঁপছে বিশ্বের প্রতিটি দেশ। আর মাত্র ২৪ ঘন্টা পর রাশিয়ার লুঝনিকি স্টেডিয়ামে পর্দা উঠছে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসরের। জনপ্রিয় এই ফুটবল মহাযজ্ঞে অংশীদার হতে সারা বিশ্বের ফুটবল পাগল সমর্থকরা উড়ে গেছেন রাশিয়ায়। এবারের বিশ্বকাপের খেলা দেখতে এ আসরে না খেলা দেশগুলোর মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক যুক্তরাষ্ট্র সমর্থক রাশিয়ায় পাড়ি জমিয়েছেন। সবাইকে অবাক করে দিয়ে রাশিয়া বিশ্বকাপের খেলা দেখতে সবচেয়ে বেশী টিকিট এখন যুক্তরাষ্ট্রের দখলে। স্বাভাবিকভাবেই স্বাগতিক দেশ হিসেবে সর্বোচ্চ টিকিট কিনেছে রাশিয়ার নাগরিকরাই। তবে স্বাগতিকদের বাইরে রেখে এই তালিকায় সবার উপরে রয়েছে যুক্তরাষ্ট্র। যদিও এবারের বিশ্বকাপে খেলার সুযোগ পায়নি তারা।
রাশিয়া বিশ্বকাপের টিকিট বিক্রি গত সেপ্টেম্বর থেকে শুরু হয়। পরিসংখ্যানে দেখা গেছে, চলতি সপ্তাহের শুরু পর্যন্ত সবচেয়ে বেশি ৮,৭১,৭৯৭টি টিকিট কিনেছে রাশিয়ানরা। তবে স্বাগতিকদের বাদ দিলে টিকিট কেনার তালিকায় শীর্ষেস্থানে রয়েছে যুক্তরাষ্ট্রের নাগরিকেরা। এখনো পর্যন্ত তারা কিনেছে ৮৮,৮২৫টি টিকিট। বিশ্বকাপের পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিলের নাগরিকেরা কিনেছে মোট ৭২,৫১২ টিকিট। নিজ দেশের ষষ্ঠ বিশ্বকাপ জয় সরাসরি দেখতেই তাদের এই সংগ্রহ। তালিকায় এর পরের দুই দেশ হচ্ছে- কলম্বিয়া ও জার্মানি। তারা টিকিট কিনেছে যথাক্রমে ৬৫,২৩৪ এবং ৬২,৫৪১টি টিকিট। এছাড়া সর্বোচ্চ টিকিট কেনা দেশের তালিকায় শীর্ষ দশে থাকাদের মধ্যে মেক্সিকো ৬০,৩০২, আর্জেন্টিনা ৫৪,০৩১, পেরু ৪৩,৫৮৩, চায়না ৪০,২৫১ এবং অস্ট্রেলিয়া ৩৬,৩৫৯টি টিকিট কিনেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।