Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হাসপাতালে অটল বিহারী বাজপেয়ী

প্রকাশের সময় : ১২ জুন, ২০১৮, ১২:০০ এএম | আপডেট : ১১:০৮ পিএম, ১১ জুন, ২০১৮

ইনকিলাব ডেস্ক : শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ভারতের সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে । এক বিবৃতিতে তার পরিবার জানিয়েছে, ‘কিছুদিন ধরেই তার স্বাস্থ্যের অবনতি ঘটছিলো। এর মধ্যে স্মৃতি হারিয়ে ফেলায় কাউকেই চিনতে পারছেন না তিনি। তাই তাকে দিল্লীর এক হাসপাতালে ভর্তি করা হয়েছে।’ এর আগে, গত মার্চ মাসে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাজপেয়ীর মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়ে। পরে জানা যায়, খবরটি ছিলো ভুয়া। এটাই প্রথমবার নয়। ২০১৫ সালে উড়িষ্যার বালেশ্বরে বাজপেয়ীর মৃত্যুর গুজবে বিশ্বাস করে স্কুল ছুটির নির্দেশ দিয়েছিলেন প্রধান শিক্ষক। পরে সেই শিক্ষককে বরখাস্ত করা হয়েছিল। সূত্র : এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হাসপাতাল

৪ ফেব্রুয়ারি, ২০২৩
২১ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ