নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
লুইস সুয়ারেজকে এবার তার এক ক্ষুদে ভক্ত অনুরোধ করেছে, সে যেন আসন্ন রাশিয়া বিশ্বকাপে কাউকে কামড়ে দেয়ার ঘটনা না ঘটায়। উরুগুয়ে ফুটবল দলের অনুশীলনের পর সুয়ারেজ যখন ভক্তদের অটোগ্রাফ দিচ্ছিলেন তখন সেখানে এক ক্ষুদে ভক্ত তাকে উদ্দেশ্য করে বলে ওঠে, ‘প্লিজ, বিশ্বকাপে এবার আর কামড়াতে যেয়ো না।’
আগের বিশ্বকাপে ব্রাজিলে নিজ ক্যারিয়ারের সবচেয়ে বাজে দৃষ্টান্ত স্থাপন করেছিলেন লুইস সুয়ারেজ। চার বছর আগে গ্রæপ পর্বের ম্যাচে ইতালির জিওর্জিও কিয়েল্লিনির ঘাড়ে কামড় দিয়ে বসেন সুয়ারেজ। যে কারণে শুধু বিশ্বকাপ থেকেই নয়, তিনি নিষিদ্ধ হয়েছিলেন পরের ৯ ম্যাচে। তার দল উরুগুয়ে ব্রাজিল বিশ্বকাপের গ্রæপ পর্ব পেরুলেও দ্বিতীয় রাউন্ডে এসে বাদ পড়ে। নিষেধাজ্ঞার কারণে দ্বিতীয় রাউন্ডের ম্যাচটি খেলতে পারেননি সুয়ারেজ।
কামড় দেয়ার ঘটনা আরও দু’বার ঘটিয়েছিলেন উরুগুয়ের এই ফুটবলার। যদিও ওই দুটি ঘটনা ক্লাব পর্যায়ের ফুটবলে। শুধু তাই নয়, বর্ণবাদী আচরণের কারণে ইংলিশ প্রিমিয়ার লিগে ১০ ম্যাচের নিষেধাজ্ঞাও পেয়েছিলেন সুয়ারেজ।
রাশিয়া বিশ্বকাপে সুয়ারেজকে আগের চেহারায় আর দেখতে চান না তার ভক্ত-সমর্থকরা। গত বিশ্বকাপের কামড়কান্ডের পুণরাবৃত্তি তিনি যেন না ঘটান- সে জন্যই সুয়ারজের এক ক্ষুদে ভক্ত তাকে অনুরোধ করেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।