Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সুয়ারেজের অশ্রুসিক্ত বিদায়

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৬ সেপ্টেম্বর, ২০২০, ১২:০৪ এএম

ন্যু ক্যাম্পে নিজের শেষ দিন, শেষ সংবাদ সম্মেলন। বেশ কিছু কঠিন এক প্রশ্নের মুখোমুখি হলেন লুইস সুয়ারেজ। ক্লাব সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউ তার পাশে বসা। প্রশ্ন করা হয়, জোর করে ক্লাব থেকে বের করে দেওয়ায় মনে কোনো কষ্ট রয়েছে কি-না তার? এমন প্রশ্নে কি উত্তর দিবেন সুয়ারেজ? মঞ্চে যখন গেলেন, মাইক্রোফোনটা হাতে নিয়ে সবে দুই একটা শব্দ বেরিয়েছিল; সবে বলেছিলেন, ‘আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই...’- তখনই দুই চোখ অশ্রুসিক্ত হয়ে ওঠে তার। থেমে যান। কিছুক্ষণ নিচের দিকে তাকিয়ে নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করেন। কিন্তু আবারো আবেগাচ্ছন্ন হয়ে পড়েন। কণ্ঠটা ভারী হয়ে আসে।
আগের দিন যখন অনুশীলনে সতীর্থদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন, তখনও কেঁদে দিয়েছিলেন সুয়ারেজ। এমনকি ন্যু ক্যাম্প থেকে ফেরার পথে গাড়িতেও কাঁদতে দেখা যায় তাকে। কান্না লুকাতে পারলেন না এদিনও। মঞ্চে যখন উঠেছিলেন তখন থেকেই চোখ ছলছল ছিল সুয়ারেজের। সতীর্থ লিওনেল মেসি, জর্দি আলবা, জেরার্দ পিকে, সের্জিও রোবার্তো ও সের্জিও বুসকেতসও দেখছিলেন। কিন্তু ঠিকমত কথাই বলতে পারলেন না তিনি। থেমে থেমে কেঁদেই আবেগি কণ্ঠে বার্সেলোনাকে আনুষ্ঠানিক বিদায় জানালেন এ উরুগুইয়ান, ‘আমি ধন্যবাদ জানাই সবাইকে। আমি জানি আমি এখানে আসার আগে একটি ভুল (বিশ্বকাপে কিয়েলিনিকে কামড় কান্ড) করেছিলাম। তারপরও তারা আমার উপর আস্থা রেখেছে। আমাকে এখানে এনেছে। বিশ্বের সেরা ক্লাবে খেলা আমার একটি স্বপ্ন ছিল। আমি এখানে বন্ধুও বানিয়েছি। যে কারণে আমি এখানে সুখী ছিলাম। একজন খেলোয়াড় যাচ্ছে কিন্তু সে একজন মানুষও জার সঙ্গে অনুভ‚তিগুলোও যাচ্ছে। আমি সব সুখস্মৃতিগুলো মনে করতে চাই, শিরোপা, গোল এবং ইতিহাসের সেরা খেলোয়াড়ের সঙ্গে খেলার সুযোগ।’
আর ক্লাব থেকে অপ্রত্যাশিতভাবে বের করে দেওয়ার সে প্রশ্নের উত্তরে থতমত খেলেন কেবল, ‘আমার জন্য আসলে...’ মুখে তখন জোর করে হাসি দেওয়ার চেষ্টা করেন। কিন্তু চোখমুখের অভিব্যক্তিই সব বলে দেয়, ‘ক্লাব পরিবর্তন চায় এবং নতুন ম্যানেজার রোনাল্ড কোমান আমাকে এ দলের অংশ বানাতে চায় না। যখন কোচ আমাকে বলে তখন আমি বুঝে যাই এখানে সব শেষ। এটা পাগলাটে একটি মাস ছিল। অনেক গুজব তৈরি হয়েছে, ফাঁস হয়েছে। কিন্তু আমি এখনও ভাবতে পারছি না, আমাকে বার্সেলোনার বিপক্ষে খেলতে হবে। আমি এটা হজম করতে পারিনি।’
ন্যু ক্যাম্পে মেসিই সবচেয়ে কাছের বন্ধু ছিলেন সুয়ারেজের। জানা গেছে, সুয়ারেজের বিদায়ে খুশি নন মেসি। এ প্রসঙ্গ উঠলে এ উরুগুইয়ান বলেন, ‘লিও জানে আমি কি ভাবছি এবং আমি জানি লিও কি ভাবছে। আমরা একে অপরকে উপদেশ দেওয়ার যথেষ্ট বয়স হয়েছে। লিও কিছুটা অবাক হচ্ছে কারণ আমি সরাসরি তার রাইভাল হচ্ছি। তবে কোনো কিছুতেই আমাদের সম্পর্ক বদলাবে না। কারণ আমরা উরুগুয়ে এবং আর্জেন্টিনার হয়েও একে অপরকে মোকাবেলা করেছি।’
২০১৪ সালে ইংলিশ ক্লাব লিভারপুল থেকে বার্সায় নাম লেখান সুয়ারেজ। এরপর সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ২৮৩ ম্যাচে ১৯৮ গোল করেছেন তিনি। দলটির ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ গোল করার রেকর্ড তার দখলে। একটি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ও চারটি লা লিগাসহ বার্সার জার্সিতে মোট ১৩টি শিরোপা জিতেছেন তিনি। এরমধ্যে ২০১৫ সালে ট্রেবল জয়ের বিরল কীর্তিও আছে তার। সেই খেলোয়াড়ের এমন বিদায় মানতে কষ্ট হচ্ছে মেসির, ‘অন্য দলের জার্সি গায়ে তোমাকে দেখা অনেক অদ্ভুত এবং তার চেয়ে বেশি হবে তোমার প্রতিদ্বন্দ্বিতা করা। তোমার বিদায়টা তেমন হওয়া উচিৎ ছিল যেটা তুমি প্রাপ্য, ক্লাবের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড়, ব্যক্তিগত ও দলীয় অনেক গুরুত্বপূর্ণ অর্জন। যেভাবে তারা লাথি মেরে বের করল সেটার প্রাপ্য ছিলে না। তবে সত্যটি হলো এই মুহূর্তে কোনো কিছুই আমাকে অবাক করে না।’
সুয়ারেজ অ্যাটলেটিকোতে যোগ দেওয়ায় চলতি মৌসুমেই একাধিক বার তার মোকাবেলা করতে হবে। আগামী ২২ নভেম্বর ওয়ান্দা মেত্রোপলিতানোতে চলতি মৌসুমে প্রথম মুখোমুখি হবে বার্সেলোনা ও অ্যাটলেটিকো। এরপর ন্যু ক্যাম্পে দ্বিতীয় মোকাবেলা হবে ৯ মে। তারপরও নতুন ক্লাবে নতুন চ্যালেঞ্জ নেওয়ায় সুয়ারেজকে শুভকামনা জানিয়েছেন মেসি, ‘এই নতুন চ্যালেঞ্জের জন্য তোমাকে শুভ কামনা। আমি তোমাকে খুব ভালবাসি, খুব ভালবাসি। শীঘ্রই দেখা হবে বন্ধু।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ