Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শেরপুরের নালিতাবাড়ী থেকে মাদকাসক্ত যুবকের লাশ উদ্ধার

শেরপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৮ জুন, ২০১৮, ৮:১৮ পিএম

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ঢাকা-নালিতাবাড়ী মহাসড়কের পাশ থেকে জাহাঙ্গীর আলম নামে এক মাদকাসক্ত যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।
আজ (৮ জুন) শুক্রবার সকালে স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে থানা পুলিশ এ লাশ উদ্ধার করে। নিহত যুবক নালিতাবাড়ী পৌর শহরের মৃত আহসান কারিগরের ছেলে বলে জানা গেছে।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে ঢাকা-নালিতাবাড়ী মহাসড়কের কাপাশিয়া এলাকায় জামে মসজিদ সংলগ্ন স্থানে মাদকাসক্ত ওই যুবক চিল্লাচিল্লি করছিল। ভোরে ফজরের নামায পড়তে গেলে স্থানীয় মুসল্লীরা ওই যুবককে পাশের ধানক্ষেতে পড়ে কাতরাতে দেখেন এবং তারা ধানক্ষেত থেকে উদ্ধার করে রাস্তার পাশে রেখে চলে যান। পরে সকালে রাস্তার পাশেই তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। স্থানীয়রা জানিয়েছেন, ওই যুবক মাদকাসক্ত ছিল।
থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সারোয়ার হোসেন বিষয়টি দুপুরে সাংবাদিকদের নিশ্চিত করে জানান, খবর পেয়ে ওই যুবকের লাশ উদ্ধারের জন্য পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তবে তার বিষয়ে থানায় কোন মামলা আছে কিনা তা খতিয়ে দেখতে হবে বলে জানিয়েছে পুলিশ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লাশ উদ্ধার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ