Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

প্রেসক্লাবের সামনে বাসচাপায় নারীর মৃত্যু

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৮ জুন, ২০১৮, ৩:২২ পিএম

রাজধানীর তোপখানা রোডে জাতীয় প্রেসক্লাবের সামনে বাসের চাপায় এক নারীর মৃত্যু হয়েছে।

নিহত সমিরন বেগম (৫০) থাকেন কেরানীগঞ্জের শুভাড্ডায়। তার গ্রামের বাড়ি কুমিল্লার চান্দিনায়।

শাহবাগ থানার এসআই মো. আফতাব হোসেন জানান, শুক্রবার সকাল ১০টার দিকে প্রেসক্লাবের সামনে মোহাম্মদপুরগামী মিডলাইন পরিবহনের একটি বাস সমিরনকে চাপা দেয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক সমিরনকে মৃত ঘোষণা করেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী এসআই আফতাব বলেন, প্রেসক্লাবে সামনে চার পাঁচটি যাত্রীবাহী বাস ওঠানামার জন্য দাঁড়িয়ে ছিল তখন। এর কোনো একটি বাস থেকে নামার পরপরই সমিরন দুর্ঘটনায় পড়েন।

পুলিশ তাৎক্ষণিকভাবে মিডলাইন পরিবহনের চালক তরিকুলকে আটক করেছে এবং বাসটি জব্দ করে থানায় নিয়ে গেছে বলে জানান এসআই আফতাব।

সমিরনের মৃত্যুর খবর শুনে হাসপাতালে ছুটে আসেন তার বড় বোন সালমা বেগম। তিনি জানান কেরানীগঞ্জের বাসা থেকে হাই কোর্টের মসজিদে জুমার নামাজ পড়তে প্রেসক্লাবে এসেছিলেন তার বোন। প্রতি শুক্রবারই তিনি ওই মসজিদে নামাজ পড়তেন।

সমিরনের স্বামী আব্দুল বারেক বছর দশেক আগে মারা যান। একমাত্র ছেলে উজ্জ্বলকে নিয়ে শুভাড্ডায় থাকতেন সমিরন। মায়ের মৃত্যুর খবর পেয়ে উজ্জ্বলও ছুটে আসেন হাসপাতালে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক দুর্ঘটনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ