Inqilab Logo

বুধবার, ০৩ জুলাই ২০২৪, ১৯ আষাঢ় ১৪৩১, ২৬ যিলহজ ১৪৪৫ হিজরী

নেশার টাকা না পেয়ে মায়ের শাড়িতে আগুন, ৭ দোকান ও ঘর পুড়ে ছাই

আনোয়ারা (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৮ জুন, ২০১৮, ২:৫৩ পিএম

চট্টগ্রামের আনোয়ারায় নেশার টাকা না পেয়ে মায়ের শাড়িতে আগুন দিয়ে বাড়িঘর পুড়িয়ে দিয়েছে মোহাম্মদ ছবুর (৩৫) নামের এক মাদকাসক্ত ছেলে। গত বৃহস্পতিবার রাত ১২টার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নের খোর্দ্দ গহিরা গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় এলাকাবাসী মাদকাসক্ত ওই ছেলেকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। আটক ছবুর ওই গ্রামের মোহাম্মদ তৈয়বের পুত্র।
স্থানীয় সূত্র জানায়, নেশাগ্রস্ত অবস্থায় তার মায়ের কাছে মাদক সেবনের জন্য টাকা দাবি করে ছবুর। এ সময় তার মা টাকা দিতে না পারায় ঘরে থাকা মায়ের শাড়িতে আগুন ধরিয়ে দেয়। মুহুর্তের মধ্যে তা ছড়িয়ে পড়ে বাড়ির নুর মোহাম্মদ, নেজাম উদ্দিন,শাহ্ আলম, মোহাম্মদ ছৈয়দ ও মো.ইসহাকের ঘরে আগুন লাগে। খবর পেয়ে আনোয়ারা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছার আগেই এসব ঘর পুড়ে ছাই হয়ে যায়। পাশাপাশি নেজামের তেলের দোকান ও শাহ্ আলমের মুদির দোকানও ভস্মীভুত হয়। স্থানীয় ইউপি চেয়ারম্যান জানে আলম জানান,আগুনে পুড়ে পাঁচ পরিবারের প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি সাধিত হয়েছে। আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ জানান,মাদকাসক্ত ছবুর তার মায়ের শাড়িতে আগুন দেয়ার কথা স্বীকার করেছে। স্থানীয় জনতা তাকে আটক করে পুলিশে দিয়েছে। এ ঘটনায় মামলা হলেই তাকে আদালতে পাঠানো হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অগ্নিকাণ্ড

২৬ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ