Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইরানের হয়ে গুপ্তচরবৃত্তি, সউদী আরবে ৪ জনের মৃত্যুদণ্ড

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৮ জুন, ২০১৮, ২:৩৬ পিএম

মধ্যপ্রাচ্যে চিরশত্রু ইরানের হয়ে গুপ্তচরবৃত্তি ও বিখ্যাত ব্যক্তিদের ওপর গুপ্তহত্যার ষড়যন্ত্রের অভিযোগে সউদী আরবে চার ব্যক্তিকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে।

সউদী রাষ্ট্রীয় মালিকানাধীন আল-একবারিয়া টেলিভিশন জানিয়েছে, ইরানের হয়ে একটি সেল গঠন করায় ফৌজদারি আদালতে তাদের মৃত্যুদণ্ডের শাস্তি দেয়া হয়।-খবর আল আরাবির।

আল-একবারিয়া জানায়, তারা ইরানের ক্যাম্পে প্রশিক্ষণ নিয়েছেন এবং সউদী আরবের বিখ্যাত ব্যক্তিদের গুপ্তহত্যার ষড়যন্ত্র করেন।

তেহরানে ১৯৭৯ সালে ইসলামিক বিপ্লবের মাধ্যমে শাহ শাসনের পতনের পর ইরান ও সৌদি আরবের দ্বন্দ্ব লেগেই আছে।

ইসলামিক বিপ্লবকে সউদী রাজপরিবারের জন্য হুমকি হিসেবে দেখা হচ্ছে। ইরাক-ইরান যুদ্ধে সউদী সাদ্দাম হোসেনকে সমর্থন জানিয়েছিল।

মোহাম্মদ বিন সালমান সউদী আরবের সিংহাসনের উত্তরসূরি হওয়ার পর দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে উঠেছে। ইতিমধ্যে সিরিয়া ও ইয়ামেনে দুই দেশ ছায়াযুদ্ধে জড়িয়ে পড়েছে।

ইরানের বিরুদ্ধে শিয়া সংখ্যাগরিষ্ঠ পূর্বাঞ্চল ও বাহরাইনে সন্ত্রাসীদের উসকানি দেয়ার অভিযোগ করছে সউদী।

২০১৬ সালে বিখ্যাত শিয়া ধর্মীয় নেতা নিমর আল নিমরকে সন্ত্রাসীদের সমর্থনের অভিযোগে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করে রিয়াদ।

নিমরের মৃত্যুর পর শিয়া সংখ্যাগরিষ্ঠ ইরানে সউদী কূটনৈতিক কম্পাউন্ডে হামলার ঘটনা ঘটে। এর পর দুই দেশ কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে।

পরবর্তী সময়ে ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ১৫ ব্যক্তিকে ফাঁসি হত্যার রায় দেন সৌদি আদালত। যাদের অধিকাংশই শিয়া সংখ্যালঘু।

ফাঁসি কার্যকরের দিক থেকে বিশ্বের শীর্ষ দেশগুলোর একটি হচ্ছে সউদী আরব।

গত এপ্রিলে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ জানিয়েছে, সউদী আরবে চলতি বছরেই ৪৮ জনের ফাঁসি কার্যকর করা হয়েছে। ২০১৪ সাল থেকে প্রায় ৬০০ লোককে মৃত্যুদণ্ড দিয়েছে দেশটি।



 

Show all comments
  • ১৪ সেপ্টেম্বর, ২০১৮, ৮:৩৮ এএম says : 0
    সৌদি আরব’র বেশৗর ভাগ সমপক ইহুদি রাষ্ট্র ইসরায়েল এবং বিধমৗ রাষ্ট্র আমেরিকার সাথে কাজেই সৌদি আরব থেকে ইরান শতগুনে ভাল.
    Total Reply(0) Reply
  • Md Alfaz Uddin ৭ নভেম্বর, ২০১৮, ১১:৩৯ এএম says : 0
    One day .......... Salman will destroy along with Kingdom by USA & Israel Insa-Allah. The Time is coming soon. Ameen. Allah Save Iran, Turkey, Bangladesh & others Muslim countries except Saudi, UAE, Misr, Bahrain, Kuwait
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সউদী আরব


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ