Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জেরুজালেম ঘোষণা শান্তির বদলে মৃত্যু এনেছে : ম্যাখোঁ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৮ জুন, ২০১৮, ১২:০০ এএম

জেরুজালেমে মার্কিন দূতাবাস স্থানান্তরের ফলে শান্তি প্রতিষ্ঠা হয়নি, বরং তা মানুষের জন্য মৃত্যু বয়ে এনেছে। প্যারিসের এলিসি প্রাসাদে ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ। মধ্যপ্রাচ্যের চলমান সংকট নিয়ে মঙ্গলবার নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেন ম্যাখোঁ। ফরাসি প্রেসিডেন্টের সরকারি বাসভবন এলিসি প্রাসাদে দীর্ঘ ৯০ মিনিট রুদ্ধদ্বার বৈঠক করেন তারা। পরে এক যৌথ সংবাদ সম্মেলনে দু’দেশের প্রেসিডেন্ট জানান, মধ্যপ্রাচ্যে ইরানের ক্রমবর্ধমান প্রভাব ও বিশ্ব শক্তিদের সঙ্গে স্বাক্ষরিত ইরানের পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনা হয়েছে। ম্যাখোঁ বলেন, ইরানের বিষয়ে ইসরাইলের উদ্বেগের সঙ্গে একমত ফ্রান্স। কিন্তু সার্বিক পরিস্থিতি বিবেচনায় ইরানের পারমাণবিক চুক্তি বহাল থাকা জরুরি। পাশাপাশি এমন কোনো সমঝোতা দরকার, যাতে ইরানের ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির লাগাম টেনে ধরা যায়। এজন্য একটি ওয়ার্কিং কমিটি গঠনে রাজি হয়েছে দু’দেশ। ম্যাক্রোন বলেন, মার্কিন দূতাবাস জেরুজালেমের স্থানান্তরের মাধ্যমে সহিংসতা উস্কে দেয়া হয়েছে। এতে কোনো শান্তি প্রতিষ্ঠা হয়নি। যেহেতু এটা মানুষের জন্য মৃত্যু বয়ে এনেছে, তাই এটা উদযাপন করার বিষয় না। ফ্রান্স গাজায় সৃষ্ট মানবিক সংকটের দ্রুত সমাধান চায়। হারেৎজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জেরুজালেম


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ