Inqilab Logo

শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

জেরুজালেম রক্ষায় সর্বাত্মক প্রতিরোধের ডাক ফাতাহর

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১১ ডিসেম্বর, ২০১৭, ১:২৬ পিএম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেরুজালেমকে ইসরাইলের রাজধানী ঘোষণার পর সারা বিশ্বে ক্ষোভ ছড়িয়ে পড়েছে।
মুসলিম বিশ্বের পক্ষ থেকে ট্রাম্পের এমন সিদ্ধান্ত ইসরাইলিদের দখলকে বৈধতা দেয়ার চেষ্টা হিসেবেই দেখা হচ্ছে।
এদিকে ফিলিস্তিনে রোববার বিক্ষোভ হয়েছে টানা চতুর্থ দিনের মতো। মুসলিম বিশ্বের বিভিন্ন দেশেও মার্কিন সিদ্ধান্তের বিপক্ষে বিক্ষোভ চলছে।
এর মধ্যে লেবাননের রাজধানী বৈরুতে মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভে সহিংসতায় আহত হয়েছেন বেশ কয়েকজন।
এদিকে জেরুজালেমকে ফিলিস্তিনিদের রাজধানী হিসেবে দাবি করে ট্রাম্পের সিদ্ধান্তের প্রতিবাদে হামাসের ডাকা ‘ইন্তিফাদা'র পর দেশটির ক্ষমতায় থাকা ফাতাহ দল সর্বাত্মক প্রতিরোধের ডাক দিয়েছে। স্বাধীনতাকামী এই দলের হাতে এখন ফিলিস্তিনের শাসনক্ষমতা।

ফাতাহর বিবৃতি বলা হয়, প্রতিবাদ অব্যাহত রাখতে হবে। পশ্চিম তীরের যেখানেই ইসরাইলি সেনাদের উপস্থিতি পাওয়া যাবে, সেখানেই মোকাবিলা করতে হবে।
এদিকে বৃহস্পতিবার শুরু হওয়া প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচিতে এখন পর্যন্ত দুইজন নিহত এবং সহস্রাধিক। ইসরাইলি আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।



 

Show all comments
  • মিজান লাকসামী ১১ ডিসেম্বর, ২০১৭, ৩:০৫ পিএম says : 0
    হামাস ফাতাহ এক হও দেখবে ইসরাইল খড়কুটার মত উড়ে যাবে।
    Total Reply(0) Reply
  • alim ১১ ডিসেম্বর, ২০১৭, ৯:২৬ পিএম says : 0
    “ হে মুহাম্মদ (সঃ) এর জাতী ,একতাবদ্ধ হওয়ার উত্তম সময় ৷শিয়া-সুন্নী মুসলিম ভাই, জেরুজালেম আমাদেরই চাই ৷” আসিতেছে জিহাদের ডাক,মুসলিম ভাইয়েরা সজাগ থাক ৷আল্লাহু আকবার ৷
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জেরুজালেম রক্ষায়
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ