পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
জেরুজালেম পরিস্থিতিতে মালয়েশিয়ার সশস্ত্র বাহিনী প্রয়োজন হলে তাদের ভ‚মিকা পালন করতে প্রস্তুত রয়েছে। তারা ঊর্ধতন নেতৃত্বের আদেশের অপেক্ষা করছে।
যুক্তরাষ্ট্রের জেরুজালেম নীতি পরিবর্তনের প্রেক্ষিতে মালয়েশিয়ার প্রতিরক্ষামন্ত্রী হিশামউদ্দীন হাশেম গতকাল রবিবার এ কথা বলেন। তিনি বলেন, জেরুজালেমকে ইসরাইলের রাজধানী ঘোষণা গোটা মুসলিম বিশে^র প্রতি এক চপেটাঘাত। তিনি বলেন,মালয়েশিয়ার সশস্ত্র বাহিনী প্রয়োজন হলে যে কোনো সম্ভাবনার জন্য প্রস্তুত। ঊর্ধ¦তন নেতৃত্বের আদেশ পেলেই তারা তা করবে। তিনি এও বলেন, আমরা প্রার্থনা করি যে এ বিরোধ যেন সংঘাতে পরিণত না হয়।
মিডল ইস্ট মনিটর জানায়, জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে ট্রাম্পের স্বীকৃতিদানের প্রতিবাদে এবং ফিলিস্তিন ও জেরুজালেমের প্রতি সমর্থন জানিয়ে ইস্তাম্বুলে ৩৯টি বিক্ষোভ অনুষ্ঠিত হয়। ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে কয়েক ডজন স্থানীয় সংগঠন ও মানবাধিকার সংগঠন এ সব বিক্ষোভের আয়োজন করে।
শুক্রবার জুমআর নামাজ শেষে বিভিন্ন মসজিদ থেকে বিক্ষোভ মিছিল রাজপথে বেরিয়ে আসে। বিক্ষোভ প্রদর্শনকারীরা ইস্তাম্বুলের প্রধান চত্বরগুলোতে সমবেত হন। ইস্তাম্বুলের এশিয়া অংশের উসকাদুর এলাকা এবং ফাতিহ এলাকার সিরকেসিতে প্রধান সমাবেশ অনুষ্ঠিত হয়। ইস্তাম্বুলের সর্বস্তরের মানুষ এ সব বিক্ষোভ মিছিলে যোগ দেন। এমনকি স্কুল-কলেজ -বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থীরাও বিক্ষোভ মিছিলে যোগ দেয়।
বিক্ষোভ উপলক্ষে শুক্রবার ভোরবেলা থেকে ইস্তাম্বুলে হাজার হাজার পুলিশ কর্মকর্তা রাস্তায় অবস্থান নেন। তারা ট্র্যাফিক অচলাস্থা রোধে শহরের সড়কগুলোতে যান চলাচল বন্ধ করে দেন। বিক্ষ্ভেকারীরা তুর্কি ও ফিলিস্তিনি পতাকা, ২০১০ সালে গাজা উপক‚লে তুর্কি মানবিক সাহায্য সামগ্রী বহনকারী জাহাজ বহর ফ্রিডম ফ্লোটিলার ফ্ল্যাগশিপ এমভি মাভি মারমারা ইসরাইলি কমান্ডোদের হামলায় নিহতদের ছবি এবং জেরুজালেমের আল আকসা মসজিদের ছবি বহন করছিলেন।
বিক্ষোভকারীরা মার্কিন সিদ্ধান্ত বলিষ্ঠভাবে প্রত্যাখ্যান করায় প্রেসিডেন্ট এরদোগানকে ধন্যবাদ জানান।
রবিবার ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় ফিলিস্তিনিদের সমর্থনে মার্কিন দূতাবাসের সামনে বহু লোক বিক্ষোভ প্রদর্শন করে।
লেবাননের রাজধানী বৈরতে ফিলিস্তিনিরা মার্কিন দূতাবাসের কাছে বিক্ষোভ প্রদর্শন করে। নিরাপত্তা বাহিনী কাঁদানে গ্যাস নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।