প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
১ বিরে দি ওয়েডিং
২ ভবেশ জোশি সুপারহিরো
৩ পরমাণু : দ্য স্টোরি অফ পোখরান
৪ রাজি
৫ হান্ড্রেড টু নট আউট
বিরে দি ওয়েডিং
কালিন্দী (কারিনা কাপুর), অবনী (সোনম কাপুর), মিরা (শিখা তালসানিয়া) এবং সাকশি (স্বরা ভাস্কর) শৈশব থেকে বন্ধু। এর মধ্যে পেশা বা ব্যক্তিগত সম্পর্কের কারণে তারা আলাদা হয়ে যায়। এর মধ্যে অনেকগুলো বছর কেটে যায় যোগাযোগ থাকলেও দেখা সাক্ষাত হয়ই না। ঋষভের (সুমিত ব্যস) বিয়ে ঠিক হলে ১০ বছর পর আবার তাদের একসঙ্গে দেখা হয়, সেই যেখানে তার বড় হয়েছে সেই দিল্লিতে। এক দশকে অনেক কিছু বদল হলেও তাদের বন্ধুত্বে কোনও ভাটা পড়েনি বরং নতুন মাত্রায় বন্ধনকে আবিষ্কার করে তারা। অনেক গোপন কথা প্রকাশ পায়, অনেক না বলা কথা বলা হয় এবং কিছু নিষ্ঠুর সত্য ও জানতে পারে তারা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।