বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
গোপালগঞ্জের কোটালীপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড ২টি বসতঘর পুরে ছাই হয়ে ৩০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এবং পরিবার ২টি খোলা আকাশের নীচে জীবন যাপন করছে। মঙ্গলবার রাতে উপজেলার পূর্ব নৈয়রবাড়ী ও দিঘলীয়া গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রায় ঘন্টাব্যাপী ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিভাতে সক্ষম হলেও ততক্ষণে সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় বেশ কয়েকজন সহযোগী আহত হয়েছে। সরেজমিনে গিয়ে জানা যায়, নৈয়রবাড়ী গ্রামের সুরেন্দ্রনাথ জয়ধরের ছেলে মৎস্য ব্যবসায়ী শংকর জয়ধরের ঘরে গ্যাস সিলিন্ডার থেকে চুলায় সংযোগ দেওয়ার সময় বিস্ফোরিত হয়ে সিলিন্ডারে আগুন ধরে যায় এবং আগুনের ভয়াবহ রূপ নেয়। এসময় তার ডাক চিৎকারে এলাকাবাসী দৌড়ে এসে আগুন নিভাতে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয় পরে স্থানীয় জনতা ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিভাতে সক্ষম হয়। শংকর জয়ধর ও সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সত্যেন্দ্রনাথ জয়ধর বলেন, গ্যাসের সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত ঘটে এতে নগদ ২ লক্ষ ৫০ হাজার টাকা, ৬ ভরি স্বর্ণালংকার, টিভি, ফ্রিজ, আলমারি, শোকেস, মোটরসাইকেল ও আসবাবপত্র সহ প্রায় ২৫লক্ষ টাকার ক্ষতি হয়েছে। অপর দিকে দুপুরে উপজেলার দিঘলীয়া গ্রামে ওমেদ আলী ফকিরের ছেলে মাইনদ্দিন ফকিরের বসতঘরে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুন লেগে সবকিছু পুড়ে ছাই হয়ে প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতি হয়। মাইমদ্দিন ও শংকর সর্বস্ব হারিয়ে পরিবার পরিজন নিয়ে এখন খোলা আকাশের নিচে মনবেতর জীবন যাপন করছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।