Inqilab Logo

রোববার, ০৭ জুলাই ২০২৪, ২৩ আষাঢ় ১৪৩১, ৩০ যিলহজ ১৪৪৫ হিজরী

হাতিয়ায় আগুনে ৭টি ঘর পুড়ে ছাই

নোয়াখালী ব্যুরো | প্রকাশের সময় : ৬ জুন, ২০১৮, ৩:৩১ পিএম

দ্বীপ উপজেলা হাতিয়ার ওছখালী বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে ৫টি দোকান ও ২টি বসতঘর পুড়ে অন্তত অর্ধ কোটি টাকার ক্ষতি হয়েছে। বুধবার ভোর সাড়ে ৩টার দিকে ওছখালী ৩নং ওয়ার্ডে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, ভোরে ওছখালী পশ্চিম বাজারের কয়েকটি দোকানে আগুন জ¦লতে দেখে স্থানীয় লোকজন। এসময় মুহূর্তের মধ্যে আগুন দ্রুত ছড়িয়ে পড়লে মা স্টোর, সেনাজ স্টোর, রুবেল কসমেটিকস্, সিরাজ কসমেটিকস্, বাবুল ইলেকট্রিক, কাজী মঞ্চিল ও আহসান মঞ্চিল সম্পূর্ণ পুড়ে যায়। এতে দোকান ও বসতঘর গুলোতে থাকা মূল্যবান মালামাল পুড়ে অন্তত অর্ধ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবী তাদের।
ক্ষতিগ্রস্তরা আরো জানান, উপজেলায় কোন ফায়ার সার্ভিস না থাকায় যখনই কোথাও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে তখনই সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।
হাতিয়া থানার ওসি কামরুজ্জামান শিকদার অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অগ্নিকাণ্ড

২৬ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ