Inqilab Logo

রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

ওয়াপদা ভবনে বিদ্যুৎ শ্রমিক লীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত ১২

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৬ জুন, ২০১৮, ২:২৪ পিএম | আপডেট : ২:২৭ পিএম, ৬ জুন, ২০১৮

আধিপত্য নিয়ে জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগের (সিবিএ বি-১৯০২) দুই গ্রুপের সংঘর্ষে ১২ জন আহত হয়েছেন।

বুধবার বেলা ১১টার দিকে মতিঝিলের ওয়াপদা ভবনে ওই সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবিও ভাঙচুর করা হয়।

জানা গেছে, জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগের (সিবিএ-১৯০২) সভাপতি মো. জহিরুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক আলাউদ্দিন মিয়ার নেতৃত্বে আজ বুধবার ওয়াসা ভবনে এক ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু ও নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের উপস্থিত থাকার কথা রয়েছে।

এদিকে শহিদ ডাকুয়া, চন্দন কুমার ও ফরিদউদ্দিনের নেতৃত্বে সংগঠনের একটি বিদ্রোহী গ্রুপ বানচালের চেষ্টা করে। এ নিয়ে ওয়াসা ভবনের সামনে দুগ্রুপ মুখোমুখি হলে ব্যাপক সংঘর্ষ হয়। উভয়গ্রুপের ভাঙচুরে ওয়াসা ভবনের ব্যাপক ক্ষতি হয়।

সংঘর্ষে উভয়গ্রুপের কমপক্ষে ১২ জন আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন।
পরে ওই ইফতার মাহফিলের ভেনু পরিবর্তন করে ওয়াপদা ভবনের উল্টো দিকে ৯/বি ভবনে আয়োজন করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সংঘর্ষ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ