Inqilab Logo

শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন সানচেজ

মারিয়ানো পদচ্যুত হওয়া স্পেনে প্রথম প্রধানমন্ত্রী

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ জুন, ২০১৮, ১২:০০ এএম

সমাজবাদী দলের নেতা পেদ্রো সানচেজ স্পেনের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। পার্লামেন্টে অনাস্থা ভোটে হেরে প্রধানমন্ত্রী মারিয়ানো রাখয় পদচ্যুত হওয়ার পর শনিবার সানচেজ শপথ নিলেন। ক্ষমতাসীন দল পিপলস পার্টি (পিপি) বড় ধরনের দুর্নীতি কেলেঙ্কারিতে জড়িত থাকায় রাজয়ের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছিলেন স্প্যানিশ স্যোশালিস্ট ওয়ার্কার্স পার্টি (পিএসওই) নেতা সানচেজ। বৃহস্পতিবারই সানচেজ অনাস্থা প্রস্তাবের পক্ষে ছয়টি ছোট দলের সমর্থন পেয়েছেন, যার মধ্যে রয়েছে পডেমস বøক ও অন্যান্য দল। এর ফলেয় দেশের নতুন প্রধানমন্ত্রী হওয়ার জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে সক্ষম হন সানচেজ। শনিবার রাজা ষষ্ঠ ফিলিপের কাছে শপথ নেন সানচেজ। অবশ্য প্রচালিত ব্যবস্থা অনুযায়ী বাইবেল স্পর্শ করে শপথ নিতে অস্বীকৃতি জানিয়েছেন তিনি। শুক্রবার পার্লামেন্টে ভোটের আগে তিনি বলেছিলেন, আমরা দেশের গণতন্ত্রের ইতিহাসে এক নতুন অধ্যায় শুরু করতে চলেছি। স্পেনে চার দশকের গণতন্ত্রের ইতিহাসে মারিয়ানো রাখয়ই পার্লামেন্টের ভোটে পদচ্যুত হওয়া প্রথম প্রধানমন্ত্রী। ওদিকে, সানচেজের মধ্য-বাম স্যোশালিস্ট পার্টির জন্যও এ এক বিরল সাফল্য। রক্ষণশীল পিপলস পার্টি নেতা রাখয় ২০১১ সাল থেকে স্পেনের প্রধানমন্ত্রী ছিলেন। শুক্রবার পার্লামেন্টে অনাস্থা প্রস্তাব নিয়ে দ্বিতীয় দিনের মত বিতর্ক চলার সময়ই তিনি পরাজয়ের মুখে রয়েছেন বলে স্বীকার করে নেন। ভোটাভুটিতে প্রস্তাবের পক্ষে ভোট দেন ১৮০ জন এমপি, বিপক্ষে পড়ে ১৬৯ ভোট এবং একজন ভোটদানে বিরত ছিলেন। অন্যদিকে, স্যোশালিস্ট নেতা সানচেজ বৃহস্পতিবারই অনাস্থা প্রস্তাবের পক্ষে ছয়টি ছোট দলের সমর্থন পেয়ে যাওয়ায় দেশের নতুন প্রধানমন্ত্রী হওয়ার জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেন। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রধানমন্ত্রী

৩১ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ