Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাদক নিয়ন্ত্রণে মানবাধিকার সম্মুন্নত রাখার আহ্বান জাতিসঙ্ঘের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২ জুন, ২০১৮, ৪:৪২ পিএম
মাদক নিয়ন্ত্রণের ক্ষেত্রে মানবাধিকার সম্মুন্নত রাখার আহ্বান জানিয়েছে জাতিসঙ্ঘ। জাতিসঙ্ঘের মাদক ও অপরাধ নিয়ন্ত্রণ দফতর (ইউএনওডিসি) জেনেভা থেকে দেয়া এক বিবৃতিতে বলেছে, বাংলাদেশে মাদকবিরোধী অভিযানের ওপর ইউএনওডিসি গভীর নজর রাখছে। তিনটি আন্তর্জাতিক মাদক নিয়ন্ত্রণ সনদ ও বিশ্ব মাদক সমস্যার ওপর জাতিসঙ্ঘ সাধারণ পরিষদের আলোচনার ফলাফলের পরিপ্রেক্ষিতে মানবাধিকারের ক্ষেত্রে ভারসাম্য বজায় রাখতে দেয়া প্রতিশ্রুতির প্রতি সম্মান দেখতে ইউএনওডিসি সব সদস্য রাষ্ট্রকে আহ্বান জানাচ্ছে। আইনি ব্যবস্থা, আন্তর্জাতিক মান ও নীতি অনুসরন, প্রমাণভিত্তিক প্রতিরোধ উন্নয়ন, পুনর্বাসন ও সমাজের সাথে আবারো সম্পৃক্ত হওয়ার লক্ষ্যকে সামনে রেখে অপরাধীদের আইনের আওতায় আনতে সব দেশের সাথে কাজ করতে প্রস্তুত ইউএনওডিসি।
 
এদিকে বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়াকে কারাগারে অন্তরীণ রেখে অমানবিক আচরণসংক্রান্ত এক প্রশ্নের জবাবে নিউ ইয়র্কে জাতিসঙ্ঘ সদর দফতরে বিশ্ব সংস্থার মহাসচিবের উপ-মুখপাত্র ফরহান হক বলেছেন, ‘এ ব্যাপারে নতুন করে বলার কিছু নেই। প্রক্রিয়াটি নিয়ে আমরা অতীতে উদ্বেগ প্রকাশ করেছি।’
 
মাদকবিরোধী অভিযানে মৃত্যুর ঘটনা সম্পর্কে দৃষ্টি আকর্ষণ করা হলে ফরহান হক ইউএনওডিসির দেয়া বিবৃতি পড়ে শুনান।


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মাদক

২৭ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ