নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
আগামীকাল থেকে ভারতের দেরাদুনে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ-আফগানিস্তান টি-টোয়েন্টি সিরিজ। আর এই সিরিজেরই টাইটেল স্পন্সর হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। সিরিজ শুরুর একদিন আগে গতকালই এ তথ্য নিশ্চিত করেছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক (জিএম) শাকিল মেরাজ, ‘আগামী ৩, ৫ এবং ৭ জুন বাংলাদেশ ও আফগানিস্তানের ৩টি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে ভারতের রাজিব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। সবগুলো ম্যাচ শুরু হবে বাংলাদেশের স্থানীয় সময় ৮টা ৩০ মিনিটে। তিন ম্যাচের এ সিরিজের টাইটেল স্পন্সর হয়েছে বিমান।’
এর আগে জাতীয় ক্রিকেট, ফুটবল কিংবা হকিতে নিয়মিত পৃষ্ঠপোষকতা করে আসলেও অনেক দিন থেকেই নিজেদের গুটিয়ে রেখেছিল বিমান। ১৯৭৭ সালে বাংলাদেশ ক্রিকেট দলের প্রথম আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচটি স্পন্সর করে বিমান। ১৯৯৭ সালে আইসিসি ট্রফির চ্যাম্পিয়ন বাংলাদেশ দলের স্পন্সরও ছিলো রাষ্ট্রায়াত্ব সংস্থা বিমান বাংলাদেশ। বিমান ক্রিকেট দল প্রথম বিভাগ এবং প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগে অংশগ্রহণ করে ১৯৭৮ থেকে ২০০৮ পর্যন্ত। দেশে জাতীয় ক্রিকেট তৈরিতে বিমান ভূমিকা রেখেছে সব সময়। দেশের দাবা, টেবিল টেনিস এবং ব্যাডমিন্টন দলের পৃষ্ঠপোষকতায় বিমানের গৌরবময় ঐতিহ্য রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।