মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ বলেছেন, যুক্তরাষ্ট্রের ইরাক থেকে শিক্ষা নেওয়া উচিৎ এবং সিরিয়া থেকে তাদের সেনা প্রত্যাহার করা উচিৎ। বৃহস্পতিবার রাশিয়া টুডেকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন বলে রয়টার্স জানিয়েছে। একই সাথে যুক্তরাষ্ট্রকে সিরিয়া ছাড়তে হবে বলেও হুঁশিয়ারি জানিয়েছেন আসাদ। তিনি অঙ্গীকার করেছেন, মার্কিন সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেস (এসডিএফ)-এর দখল করা ভূখন্ড পুনরুদ্ধার করার। রুশ সংবাদমাধ্যম রাশিয়া টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেছেন। সাক্ষাৎকারে আসাদ জানান, এসডিএফের সঙ্গে আলোচনার নতুন দরজা খুলেছে সিরিয়া। তিনি বলেন, এটাই প্রথম সুযোগ। যদি এতে কাজ না হয় তাহলে শক্তি প্রয়োগ করে ওই অঞ্চলগুলো পুনরুদ্ধার করা হবে। যুক্তরাষ্ট্রকে যেতে হবে, যেকোনও উপায়েই তাদের যেতে হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আসাদকে পশু হিসেবে উল্লেখ করেছিলেন। এ বিষয়ে সাক্ষাৎকারে জানতে চাওয়া হলে আসাদ বলেন, এর মাধ্যমে নিজের চরিত্র তুলে ধরেছেন। এটি তাকেই প্রতিনিধিত্ব করে। আমি মনে করি এক্ষেত্রে একটি মূলতত্ত¡ রয়েছে। আপনি নিজে যে চরিত্রের অধিকারী সেটি দিয়েই অন্যকে যাচাই করবেন। ট্রাম্পকে এরকম কোনও উপাধি দিতে চান কিনা প্রশ্নের জবাবে আসাদ বলেন, ‘আমি এ ধরনের ভাষায় কথা বলি না। এটি তার (ট্রাম্পের) ভাষা। এটি তাকেই প্রতিনিধিত্ব করে। আমি মনে করি এক্ষেত্রে একটি মূলতত্ত¡ রয়েছে। আরটি, রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।