Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এক ধাক্কায় কোরীয় উপদ্বীপকে পরমাণু অস্ত্রমুক্ত করা যাবে না : রাশিয়া

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১ জুন, ২০১৮, ১২:০০ এএম

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, কোরীয় উপদ্বীপকে পরমাণু অস্ত্রমুক্ত করার জন্য উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনার উদ্যোগকে মস্কো স্বাগত জানায়। একইসঙ্গে রাশিয়া মনে করে, এ কাজে সব পক্ষকে ধৈর্য ধরে ধাপে ধাপে অগ্রসর হতে হবে। এক ধাক্কায় কোরীয় উপদ্বীপকে পরমাণু অস্ত্রমুক্ত করা সম্ভব হবে না বলে তিনি মন্তব্য করেন। বুধবার মস্কোয় ‘প্রিমাকভ রিডিং’ কনফারেন্সে দেয়া বক্তৃতায় ল্যাভরভ আরো বলেন, দুই কোরিয়ার পাশাপাশি ওয়াশিংটন ও পিয়ংইয়ংয়ের মধ্যে সম্পর্কের যে সুবাতাস বইতে শুরু করেছে তার প্রতি আমাদের সমর্থন রয়েছে। তিনি উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যকার সম্ভাব্য বৈঠককেও স্বাগত জানান। রুশ পররাষ্ট্রমন্ত্রী উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচি নিয়ে ছয়-পক্ষীয় আলোচনায় আবার শুরু করার আহ্বান জানান। দুই কোরিয়া, চীন, জাপান, রাশিয়া ও আমেরিকাকে নিয়ে যে ছয়পক্ষীয় আলোচনা চলছিল তা ২০০৯ সালে ভেঙে যায়। ল্যাভরভ বলেন, ওই আলোচনাকে পুনরুজ্জীবিত করতে হবে। উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্র ও আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র ধ্বংস করার লক্ষ্যে প্রচেষ্টা চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া। দুই কোরিয়ার শীর্ষ নেতাদের মধ্যে মুখোমুখি আলোচনার জের ধরে পিয়ংইয়ং এরইমধ্যে নিজের ক্ষেপণাস্ত্র পরীক্ষা স্থগিত রাখার পাশাপাশি পরমাণু অস্ত্র পরীক্ষার প্রধান কেন্দ্র ধ্বংস করে ফেলেছে। তবে এর বিপরীতে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া তাদের যৌথ সামরিক মহড়া বন্ধ না করায় সমপ্রতি উত্তর কোরিয়া তীব্র ক্ষোভ প্রকাশ করেছে। দেশটি বলছে, কোরীয় উপদ্বীপে এ সামরিক মহড়া বন্ধ না হলে আমেরিকার কোনো দাবি মানবে না পিয়ংইয়ং। পার্সটুডে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কোরীয়


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ