Inqilab Logo

মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

মন্ত্রিসভায় বদল আনলেন দ. কোরীয় প্রেসিডেন্ট

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৮ এপ্রিল, ২০২১, ১২:০২ এএম

স্থানীয় নির্বাচনে পরাজয়ের পর মন্ত্রিসভায় ব্যাপক রদ-বদল আনলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে-ইন। শুক্রবার তিনি প্রধানমন্ত্রী ও ছয় মন্ত্রীকে মন্ত্রিসভা থেকে বাদ দিয়ে নতুন মুখ নিয়োগ দিয়েছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে। চুং সিয়ে-কিয়ুনকে সরিয়ে প্রধানমন্ত্রী হিসেবে মুন নিয়োগ দিয়েছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কিম বু-কিয়ুমকে। এছাড়া ভূমি, শিল্প, মৎস, শ্রম এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে নতুন মন্ত্রী নিয়োগ দিয়েছেন প্রেসিডেন্ট। নতুন নিয়োগ পার্লামেন্টে শুনানির পর চ‚ড়ান্ত হবে। যদিও প্রেসিডেন্ট আনুষ্ঠানিকভাবে নিয়োগ দিলে তা বাতিলের এখতিয়ার নেই দেশটির আইনপ্রণেতাদের। স্থানীয় নির্বাচনে কয়েকটি শহরের মেয়র পদে প্রেসিডেন্ট মুনের নেতৃত্বাধীন ডেমোক্র্যাটিক পার্টির পরাজয়ের পর এক সপ্তাহ পর এই রদবদল হলো। এই পরাজয়কে রাজনৈতিক কেলেঙ্কারি ও অর্থনৈতিক নীতির পরাজয় হিসেবে বিবেচনা করা হচ্ছে। আগামী বছরের ৯ মার্চ অনুষ্ঠিতব্য প্রেসিডেন্ট নির্বাচনের আগে এই স্থানীয় নির্বাচন ছিল ক্ষমতাসীন দলের জন্য লিটমাস টেস্ট। নতুন প্রধানমন্ত্রী কিম দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর দায়েগুর মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দ. কোরীয় প্রেসিডেন্ট
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ