Inqilab Logo

মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

উত্তর কোরীয় নেতাদের বিচারের সময় এসেছে : জাতিসংঘ দূত

প্রকাশের সময় : ২৪ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : উত্তর কোরিয়ার নেতাদের মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বিচার করার সময় হয়ে এসেছে। জাতিসংঘের উত্তর কোরিয়া বিষয়ক শীর্ষ দূত মারজুকি দারুসম্যান একথা বলেছেন। তিনি বলেন, গত দু’বছরে উত্তর কোরিয়ার মানবাধিকার পরিস্থিতির কোনও উন্নতি না হওয়ায় দেশটির নেতাদের এখন বিচারের কাঠগড়ায় দাঁড় করানো উচিত। উত্তর কোরিয়া বৈরি কর্মকা- এবং দেশের ঐক্য বিনষ্ট করার অভিসন্ধির অভিযোগে এক মার্কিন ছাত্রকে আটক করার কথা জানানোর পর জাতিসংঘ দূত একথা বললেন। গত শুক্রবার এক বিবৃতিতে দারুসম্যান বলেন, মানবাধিকার পরিস্থিতির উন্নতি ঘটানোর জন্য উত্তর কোরিয়াকে চাপে রাখতে দেশটির ওপর অবিরাম রাজনৈতিক চাপ সৃষ্টির পাশাপাশি এখন তাদের নেতাদের অপরাধের দায়ের বিষয়টি নিয়েও মাথা ঘামানো দরকার। দুবছর আগে ২০১৪ সালের একটি প্রতিবেদনে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে উত্তর কোরিয়া সরকারকে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) আওতায় বিচার করার জন্য জাতিসংঘ সাধারণ অধিবেশনে সদস্য দেশগুলো নিরাপত্তা পরিষদের কাছে অনুরোধ জানিয়েছিল। জাতিসংঘ থেকে প্রকাশিত ওই প্রতিবেদনে, উত্তর কোরিয়ার বন্দি শিবিরে অমানবিক নির্যাতন, বন্দিদের না খাইয়ে রাখা, নাৎসি কায়দায় হত্যাকা-সহ নানা মানবাধিকার লঙ্ঘনের চিত্র তুলে ধরা হয়। ওয়েবসাইট।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: উত্তর কোরীয় নেতাদের বিচারের সময় এসেছে : জাতিসংঘ দূত
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ