প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
‘অনেক দামি অনেক কিছু থাকে সঞ্চয়ের খাতায়, তবু এই শহরে প্রেমের মানুষ খরচা হয়ে যায়।’ শহরের যাপিত জীবনের বিভিন্ন রকমের খরচাপাতি নিয়ে গান লিখেছেন সোমেশ্বর অলি। আমজাদ হোসেনের সঙ্গীতে গানটিতে কণ্ঠ দিয়েছেন ঘুড়ি খ্যাত গায়ক লুৎফর হাসান। গানটির শিরোনাম ‘খরচাপাতির গান’। বাজারে আনছে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)। পারিবারিক চেনা ঘটনার মর্মস্পর্শী গল্পে নির্মিত এই গানের ভিডিওতে অভিনয় করেছেন মৌসুমী নাগ ও লুৎফর হাসানের মেয়ে দুপুর এবং লুৎফর হাসান। ভিডিওটি পরিচালনা করেছেন পিকলু চৌধুরী। লুৎফর বলেন, ‘খরচাপাতির গান’ এ সময়ের নাগরিক বাস্তবতা নিয়ে লেখা। ভিডিওটিও ব্যতিক্রম হয়েছে। আশা করছি, শ্রোতা-দর্শকদের ভালো লাগবে ‘খরচাপাতির গান’। ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) জানায়, ঈদের আগেই প্রকাশ হবে ‘খরচাপাতির গান’র ভিডিও। পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাবে ডিএমএস ওয়েবসাইট, জিপি মিউজিক এবং বাংলালিংক ভাইবে।
ছবিঃ খরচাপাতি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।