রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
বগুড়ার আদমদীঘিতে চাল বোঝাই ট্রাক ডাকাতি ও অস্ত্র মামলায় বিপ্লব হোসেন (২৮) ও রাজু আহম্মেদ (২৬) নামের আরও ২ ডাকাতদলের সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল ভোরে সান্তাহার থেকে তাদের গ্রেফতার করা হয়। বিপ্লব নওগাঁ সদরের ভবানিপুর এলাকার বেলাল হোসেনের ছেলে ও একই এলাকার ইমন আলীর ছেলে রাজু আহমেদ। এরমধ্যে বিপ্লব হোসেন বগুড়ার আদমদীঘির সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত-৩ এর বিচারক আহসান হাবিবের নিকট চালসহ ট্রাক ডাকাতি ঘটনার স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে বলে মামলার তদন্তকারি উপ-পরিদর্শক আব্দুল ওয়াদুদ জানান।
উলেখ্য, গত ৮এপ্রিল রাতে সান্তাহার পৌর এলাকার বশিপুর ঈদগাহের নিকট ভেলা রাইস মিল চাতালে একটি ট্রাকে ৮ লক্ষাধিক টাকা মূল্যের ৩২৫ বস্তা চাল বোঝাই করে ঢাকার উদ্যেশ্যে নেয়ার জন্য অবস্থান করছিল। রাত দেড় টায় সংঘবন্ধ ডাকাতদল সেখানে হানা দিয়ে পাহারাদারকে হাত পা বেঁধে রেখে একটি চাল বোঝাই ট্রাকসহ ডাকাতি করে পালানোর সময় পুলিশ ধাওয়া করে মাসুদ রানাকে সান্তাহার টাউর ফাড়ির পুলিশ গ্রেফতার করে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।