Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নিম্নচাপে সাগর উত্তাল আবহাওয়ায় পালাবদল

সমুদ্রবন্দরে ৩ নং সঙ্কেত : দেশজুড়ে ভ্যাপসা গরম, সর্বোচ্চ তাপমাত্রা ঢাকায় ৩৫.৪ ডিগ্রি সে. : বর্ষার মৌসুমী বায়ু দুদিন পর এগিয়ে আসবে টেকনাফ উপকূলে

| প্রকাশের সময় : ৩০ মে, ২০১৮, ১২:০০ এএম

শফিউল আলম : বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপটি গতকাল (মঙ্গলবার) সন্ধ্যায় নি¤œচাপে পরিণত হয়েছে। এ কারণে সাগর উত্তাল হয়ে উঠেছে। চট্টগ্রাম, মংলাসহ দেশের সমুদ্র বন্দরসমূহকে ৩নং সতর্ক সঙ্কেত দেখাতে বলা হয়েছে। দেশের অধিকাংশ জায়গায় অসহনীয় ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড ঢাকায় ৩৫.৪ ডিগ্রি সেলসিয়াস। তাছাড়া সমুদ্র উপকূল, চর ও দ্বীপাঞ্চলে বিরাজ করছে গুমোট আবহাওয়া। অধিকাংশ স্থানে কোনো বৃষ্টিপাত হয়নি। বিশেষজ্ঞ সূত্র জানায়, নি¤œচাপের সক্রিয় প্রভাবে এবং সেই সাথে বর্ষার মৌসুমী বায়ুর আগমন দ্বারপ্রান্তে হওয়ার ফলে ধীরে ধীরে পাল্টে যেতে শুরু করবে দেশের আবহাওয়া পরিস্থিতি। আবহাওয়ায় ঘটছে পালাবদল।
চলতি মে (জ্যৈষ্ঠ) মাসে বঙ্গোপসাগরে নি¤œচাপ সৃষ্টি এবং নি¤œচাপ থেকে ঘূর্ণিঝড় রূপান্তরিত হতে পারে এমনটি আবহাওয়ার দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়। এদিকে আবহাওয়া বিশেষজ্ঞ সূত্র জানায়, গতকাল সৃষ্ট নি¤œচাপটি আরও ঘনীভূত হতে পারে। এর মতিগতি সতর্ক পর্যবেক্ষণ করছে আবহাওয়া দপ্তর। গতকাল সন্ধ্যা পর্যন্ত নি¤œচাপটির সর্বশেষ অবস্থান ছিল কক্সবাজার থেকে ৩শ’ ৩০ কিলোমিটার দক্ষিণে। নি¤œচাপটি আরও ঘনীভূত হয়ে উত্তর অথবা উত্তর-পূর্ব দিকে অগ্রসর হতে পারে।
আবহাওয়া বিভাগ সূত্র জানায়, পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও এর সংলগ্ন এলাকায় গত সোমবার একটি লঘুচাপ সৃষ্টি হয়। গতকাল দুপুরে এটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও সংলগ্ন উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে অবস্থান করে। আর গতকাল সন্ধ্যা নাগাদ সুস্পষ্ট লঘুচাপটি আরও শক্তি সঞ্চয় করে ঘনীভূত হয়ে নি¤œচাপে পরিণত হয়। পরবর্তী পর্যায়ে এটি গভীর নি¤œচাপ এবং সর্বশেষ ধাপে ঘূর্ণিঝড়ে পরিণত হয় কিনা তা আবহাওয়া বিভাগ পর্যবেক্ষণ করছে।
গতকাল সন্ধ্যায় আবহাওয়ার বিশেষ বুলেটিনে জানা গেছে, পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও এর সংলগ্ন উত্তর-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এলাকায় নি¤œচাপে পরিণত হয়েছে। এটি গতকাল সন্ধ্যায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৪১৫ কিলোমিটার দক্ষিণ, দক্ষিণ-পূর্বে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৩৩০ কিমি দক্ষিণে, মংলা সমুদ্রবন্দর থেকে ৫২৫ কিমি দক্ষিণ-পূর্বে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে ৪৪০ কিমি দক্ষিণ-পূর্বে অবস্থান করছিল। (যা ১৮.৫ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৯২.২ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ)। এটি আরও ঘনীভূত হয়ে উত্তর, উত্তর-পূর্ব দিকে অগ্রসর হতে পারে।
নি¤œচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪০ কিমি, যা দমকা অথবা ঝড়োহাওয়ার আকারে ৫০ কিমি পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নি¤œচাপ কেন্দ্রের নিকটে সাগর মাঝারী ধরনের উত্তাল রয়েছে। উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরসমূহের উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমূদ্র বন্দরসমূহকে ৩নং স্থানীয় সতর্ক সঙ্কেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
এদিকে আজ (বুধবার) সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টার পূর্বাভাসে জানা গেছে, চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায়, খুলনা ও বরিশাল কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বৃষ্টিপাতের সমম্ভাবনা রয়েছে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামী ২ দিনে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুমালা অর্থাৎ বর্ষা টেকনাফ উপকূল পর্যন্ত অগ্রসর হতে পারে। এর পরের ৫ দিনে বৃষ্টি, বজ্রবৃষ্টির প্রবণতা বৃদ্ধি পেতে পারে।

 



 

Show all comments
  • ইকরাম ৩০ মে, ২০১৮, ২:৩৮ এএম says : 0
    এ ব্যাপারে সকলের সতর্ক থাকা উচিত
    Total Reply(0) Reply
  • nazrul islam ৩০ মে, ২০১৮, ৫:১১ এএম says : 0
    হে মহান আল্লাহ জড়ের বিপদ থেকে বাংলাদেশকে রক্ষা করূণ । 30.05.2018
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সমুদ্রবন্দর


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ