Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পায়রাতে সমুদ্রবন্দর নির্মাণে আগ্রহী নেদারল্যান্ডস

প্রকাশের সময় : ১২ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

কূটনৈতিক সংবাদদাতা : পটুয়াখালীর পায়রাতে গভীর সমুদ্রবন্দর নির্মাণ প্রকল্পে সম্পৃক্ত হতে আগ্রহ প্রকাশ করেছে নেদারল্যান্ডস। গত নভেম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেদারল্যান্ডস সফরের সময়ে ডাচ প্রধানমন্ত্রী এ প্রকল্পে তাদের আগ্রহের কথা জানান। নেদারল্যান্ডে নিয়োজিত বাংলাদেশের রাষ্ট্রদূত শেখ মোহাম্মাদ বেলাল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডাচ আগ্রহকে স্বাগত জানিয়েছেন এবং এ প্রকল্পে তাদের প্রস্তাবকে গুরুত্ব দিয়ে বিবেচনা করা হবে বলে আশ্বস্ত করেন।
রাষ্ট্রদূত জানান, বাংলাদেশে ডাচ বিনিয়োগের পরিমাণ প্রায় ৭০০ মিলিয়ন ডলার। ইউনিলিভার, ফিলিপস, অর্গানন, শেল, ভিমপেলকমসহ বিভিন্ন ডাচ কোম্পানি বাংলাদেশের জন্মলগ্ন থেকে এখানে কাজ করছে।
এছাড়া তারা পানি শোধনাগার, ড্রেজিং, বন্দর উন্নয়ন, কৃষি, টেক্সটাইল, চামড়া শিল্প, টেলি কমিউনিকেশন, জ্বালানী ইত্যাদি খাতে কাজ
করতে আগ্রহী। গত নভেম্বরে দুই প্রধানমন্ত্রীর মধ্যে বৈদেশিক বিনিয়োগ নিয়ে আলোচনা হয় বলে তিনি জানান।
প্রধানমন্ত্রীর সফরের বিভিন্ন দিক নিয়ে আলোচনার জন্য ডাচ পররাষ্ট্র সচিব আগামী মে মাসে ঢাকা সফর করবেন। রাষ্ট্রদূত জানান, পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে মূল আলোচনার বিষয়বস্তু থাকবে দুই দেশের মধ্যে যেসব বিষয়ে ঐকমত্য হয়েছে, সেগুলো বর্তমানে কী অবস্থায় আছে এবং সেগুলো কীভাবে দ্রুত বাস্তবায়ন করা যায়। এছাড়া আগামী এপ্রিল মাসে প্রথমবারের মতো নেদারল্যান্ডে বাংলাদেশের একক বাণিজ্য প্রদর্শনী হবে।
তিনি বলেন, নেদারল্যান্ড পানি সম্পদ ব্যবস্থাপনা প্রযুক্তিতে অনেক দূর অগ্রসর হয়েছে এবং বাংলাদেশ এখান থেকে উপকৃত হবে। উভয় সরকার বাংলাদেশে কীভাবে ল্যান্ড রিক্লেমেশন এবং ল্যান্ড অ্যাক্রেশন করা যায়, সেটি নিয়েও আলোচনা করছে বলে রাষ্ট্রদূত জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পায়রাতে সমুদ্রবন্দর নির্মাণে আগ্রহী নেদারল্যান্ডস
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ