Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কেটি পেরি জানালেন তিনি সঙ্গীহীন নন

| প্রকাশের সময় : ২৯ মে, ২০১৮, ৮:৪৬ পিএম

গায়িকা কেটি পেরি অভিনেতা অরল্যান্ডো বøুমের সঙ্গে প্রেম করছেন এটি সবার জানা তবে দুজনের কেউই আনুষ্ঠানিকভাবে এর আগে তা স্বীকার করেননি। স¤প্রতি একটি রিয়েলিটি শোয়ের ফিনালেতে গায়িকাটি স্বীকার করেছেন তিনি সঙ্গীহীন নন।
অনুষ্ঠানে এক বিশেষ অতিথির প্রতি তার ভালবাসা প্রকাশ করতে গিয়ে তিনি মজা করে জানান তিনি এখন বাজারে নেই। তিনি সেই মহিলা অতিথির সামনে হাঁটু গেড়ে হাতে চুমো দিয়ে বলেন, “আমি কি তোমার পিছে লাগতে পারি?”
অতিথিটি বলেন, “হ্যাঁ আমার সব গোলাপ তোমার জন্য।” পেরি বলেন, “আমি আর সঙ্গীহীন নই তবে তোমাকে পছন্দ করি।”
তিনি তার সেই বিশেষ সঙ্গী বা প্রেমিকের নাম উল্লেখ না করলেও তাকে বেশ কয়েক অনুষ্ঠানে বøুমের সঙ্গে দেখা গেছে। তাতে বুঝতে বাকি থাকে না সঙ্গীটি কে।
মাত্র গত মাসে গায়িকা আর বøুম (৪১) রোমে গিয়েছিলেন। সেখান থেকে তারা ভ্যাটিকান সিটিতে পোপ ফ্রান্সিসের সঙ্গে দেখা করে এসেছেন।
গত এপ্রিলে বøুম পেরির প্রতি তার ভালবাসার কথা প্রকাশ্যে স্বীকার করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অভিনেতা

১০ জুন, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ