Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিলেটে পিয়াইন নদী থেকে দুই লাশ উদ্ধার

সিলেট অফিস | প্রকাশের সময় : ২৯ মে, ২০১৮, ১:৫৮ পিএম

সিলেটের জাফলং পিয়াইন নদী থেকে দুইটি লাশ উদ্ধার করা হয়েছে। নিহত দু’জনের একজন ভারতীয় নাগরিক, অন্যজন বাংলাদেশি নাগরিক বলে জানিয়েছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে নদীতে লাশ দুইটি ভাসতে দেখে থানায় খবর দেয়া হলে দুপুরে লাশ ২টি উদ্ধার করে পুলিশ।
মৃত ২ জন হলো ভারতের জৈন্তাহিলের ডাউকি সেনাংপেডাং এলাকার মৃত গসলিবুড সিংক্রামের ছেলে পাইন লামিন (৩০) ও কিশোরগঞ্জের ব্রাহ্মণ কচুরি এলাকার মৃত আসাদ মিয়ার ছেলে রাজিব মিয়া (২২)।
ঘটনাস্থল থেকে লাশ উদ্ধারকারী গোয়াইনঘাট থানার ওসি (তদন্ত) হিল্লোল রায় জানান, পাইন লামিন পেশায় নৌকার মাঝি ও রাজিব পাথর শ্রমিক। গত শুক্রবার সকালে পাহাড়ি ঢল নামে। তখনে থেকে তারা নিখোঁজ ছিলেন।
সিলেটের গোয়াইনঘাট থানার ওসি মো. আব্দুল জলিল বলেন, নিখোঁজের পর থেকে ভারতের বিএসএফ ও খাসিয়ারা যুবকটির খোঁজ করছিলো। একইভাবে বাংলাদেশি ওই পাথর শ্রমিকও নিখোঁজ ছিলেন। ঢলের তুড়ে পড়ে তারা উভয়ে নৌকা ডুবিতে নিখোঁজ হন। উভয়ের আত্মীয় স্বজনরা এসে পরিচয় শনাক্ত করেছেন।
ভারতীয় ওই নাগরিকের লাশ নিয়মানুযায়ী হস্তান্তর করা হবে এবং বাংলাদেশি নাগরিকের লাশ উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে জানান ওসি হিল্লোল রায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লাশ উদ্ধার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ