Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মিডিয়া এন্ড মাল্টিমিডিয়া আইএসপির কার্যক্রম বন্ধ করে দিয়েছে বিটিআরসি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৯ মে, ২০১৮, ১২:০০ এএম

লাইসেন্সের শর্ত ভঙ্গ করায় সেন্ট্রাল জোনের ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার (আইএসপি) মিডিয়া এন্ড মাল্টিমিডিয়া আইএসপির কার্যক্রম ৯৫ শতাংশ বন্ধ করে দিয়েছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থা (বিটিআরসি)। একইসাথে সকল ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেইটওয়ে (আইআইজি) প্রতিষ্ঠানকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নতুন করে মিডিয়া এন্ড মাল্টিমিডিয়া’র অনুকূলে আপস্ট্রিম ক্যাপাসিটি অথবা ব্যান্ডউইথ বরাদ্দ প্রদান হতে বিরত থাকতে নির্দেশনা প্রদান করেছে কমিশন। এছাড়া, কেন উক্ত আইএসপি’র লাইসেন্স বাতিল হবেনা সে বিষয়ে লিখিত জবাব আগামী ৭ দিনের মধ্যে কমিশনে দাখিল করার জন্য বলা হয়েছে আইএসপি প্রতিষ্ঠানটিকে। কমিশনের এনফোর্সমেন্ট এন্ড ইন্সপেকশন ডিরেক্টরেট থেকে গতকাল (সোমবার) সংশ্লিষ্ট আইএসপি ও সকল আইআইজি (ওওএ) প্রতিষ্ঠানের নিকট এ সংক্রান্ত একটি চিঠি পত্র প্রেরণ করা হয়।
বিটিআরসি সূত্রে জানা যায়, গত ২৭ মে গোপন তথ্যের ভিত্তিতে বিটিআরসি ও আইন-শৃঙ্খলা বাহিনী সেন্ট্রাল জোনের আইএসপি মিডিয়া এন্ড মাল্টিমিডিয়া পরিদর্শনে যায়। মিডিয়া এন্ড মাল্টিমিডিয়া আইএসপি লাইসেন্সের শর্ত ভঙ্গ করে লাইসেন্সবিহীন বিডি সাইবারনেট (সাইবার ওয়ার্ল্ড বিডিএস লিংক) নামক প্রতিষ্ঠানকে ব্যান্ডউইথ প্রদান করে অবৈধ আইএসপি ব্যবসা পরিচালনার সুযোগ তৈরি করে দিয়েছে। একইসাথে বিডি সাইবারনেট (সাইবার ওয়ার্ল্ড বিডিএস লিংক) নামক লাইসেন্সবিহীন অবৈধ প্রতিষ্ঠানটি মিডিয়া এন্ড মাল্টিমিডিয়া আইএসপি থেকে ৬০ এমবিপিএস ইন্টারনেট এবং ১৫০ এমবিপিএস ইঊটিউব ব্যান্ডউইথ গ্রহণের মাধ্যমে ২৫০ জন গ্রাহককে অবৈধভাবে ইন্টারনেট সেবা প্রদান করছে। অথচ মিডিয়া এন্ড মাল্টিমিডিয়া বিটিআরসিতে মাসিক যে প্রতিবেদন দাখিল করে সেখানে তাদের গ্রাহক তালিকায় বিডি সাইবারনেট (সাইবার ওয়ার্ল্ড বিডিএস লিংক) নামক প্রতিষ্ঠানটির নাম গোপন করা হয়, তাদের প্রকৃত আপস্ট্রিম ক্যাপাসিটি/ব্যান্ডউইথ এর চেয়ে কম পরিমাণে ক্যাপাসিটি দেখিয়ে কমিশনের নিকট তথ্য প্রদান করা হয় এবং কমিশন পূর্বনির্দেশিত কোন লগ সংরক্ষণও করেনি।
যদিও কমিশন হতে এর আগে সকল আইএসপি এবং আইআইজি প্রতিষ্ঠানকে কোন লাইসেন্সবিহীন প্রতিষ্ঠানের সাথে আইএসপি ব্যবসা পরিচালনার জন্য ব্যান্ডউইথ প্রদান না করতে জরুরী নির্দেশনা জারী করা হয়েছে। একইসাথে অবৈধ সংযোগ প্রদানকারী আইআইজি/আইএসপি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অপারেশনাল ব্যবস্থা গ্রহণসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়ে সতর্ক করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মাল্টিমিডিয়া


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ