Inqilab Logo

মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫ হিজরী

ভালোবাসা দিবসে জিসান মাল্টিমিডিয়ার তিন অ্যালবাম দিয়ে অভিষেক

প্রকাশের সময় : ১৪ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : বিশ্ব ভালোবাসা দিবসে প্রথমবারের মতো অডিও অ্যালবাম বাজারে আনছে জিসান মাল্টিমিডিয়া। এ প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানারে ৩টি অডিও অ্যালবাম প্রকাশিত হতে যাচ্ছে। অ্যালবাগুলো হচ্ছে, শাহরিয়ার বাঁধনে দ্বিতীয় সলো অ্যালবাম ‘বাঁধন’। অ্যালবামে ১০টি গানের গীতিকার হচ্ছেন জনি হক, স্নেহাশীষ ঘোষ, রকিব হোসেন, লিমন আহমেদ, আশিক বন্ধু, এন আই বুলবুল, ফিদেল নাঈম ও মামুন আফনান রুমি। সুর করেছেন তৌসিফ আহমেদ, অয়ন চাকলাদার, মাহমুদ মিলন, রেজয়ান শেখ, সাজেদুর শাহেদ ও ফিদেল। কণ্ঠশিল্পী শাহরিয়ার বাঁধন বলেন, এই অ্যালবামে খুব ভালো গান হয়েছে এবং প্রত্যেকটি গান শ্রোতাদের ভাল লাগবে বলে আমি আশাবাদী। ‘গল্প কথা’ অ্যালবামটি ১০টি গান নিয়ে সাজানো হয়েছে। গান গেয়েছেন সৈয়দ শাহীদ, বেলাল খান, তানভীর শাহিন, লিজা, শাহরিয়ার রাফাত, প্রত্যয় খান, রাফি মাহমুদ, এসডি সাগর, ইয়াসমিন লাবন্য, হাসনাত তুশার ও তৌরি। অ্যালবামে একটি গান লিখেছেন স্নেহাশীষ ঘোষ একটি লিখেছেন ফিদেল নাইম, বাকি ৮টি গান লিখেছেন জিয়াউদ্দিন আলম। অ্যালবামের সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন মুশফিক লিটু, প্রত্যয় খান, রেজয়ান শেখ ও রাফাত। রেজয়ান শেখ ফিচারিং মিশ্র অ্যালবাম ‘তোমার আলোয়’ রয়েছে ১০টি গান। সব কয়টি গানরে সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন রেজয়ান শেখ। গান গেয়েছেন জনপ্রিয় কন্ঠ শিল্পী লুৎফর হাসান, ইলিয়াস হোসেন, সুজন আরিফ, নির্ঝর, অরিন, ইয়াসমিন লাবন্য, প্রিন্স মামুন, মেহের খান সৈয়দ রনি, নাহিদ হোসেন, ও শ্রেয়শী। অ্যালবামে একটি গান লিখেছেন জিয়াউদ্দিন আলম, তারেক আনন্দ, সজিব শাহরিয়ার, রাকিব হাসান রহুল, আহমেদ কাওসার, মেহের খান, মিজানুর রহমান, গিয়াস সানী। অ্যালবামের সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন মুশফিক লিটু, প্রত্যয় খান, রেজয়ান শেখ ও রাফাত। রেজয়ান শেখ বলেন, তোমার আলোয় অ্যালবামের গানগুলো শ্রোতাদের অধিক আনন্দ দিবে আশা করছি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভালোবাসা দিবসে জিসান মাল্টিমিডিয়ার তিন অ্যালবাম দিয়ে অভিষেক
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ