Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাজ মাল্টিমিডিয়ার বিনা টিকেটে মাসব্যাপী চলচ্চিত্র প্রদর্শনী

প্রকাশের সময় : ২৬ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : গত ২৪ এপ্রিল থেকে মাসব্যাপী উন্মুক্ত চলচ্চিত্র প্রদর্শনীসহ দেশের সব ধরনের দর্শকদের কাছে আধুনিক, আন্তর্জাতিক মানের চলচ্চিত্র সম্পর্কে ধারণা দেয়ার পাশাপাশি দর্শককে সুস্থধারার চলচ্চিত্রের প্রতি আগ্রহী করে তুলতে ব্যতিক্রমী এক আয়োজন করে কোমল পানীয় ব্র্যান্ড স্প্রাইট এবং চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। ২৪ এপ্রিল থেকে সারাদেশে মাসব্যাপী দর্শকদের কাছে বিনা টিকেটে জাজ মাল্টিমিডিয়ার মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র প্রদর্শন করা হবে। ২৪ এপ্রিল ১২টায় কুমিল্লার ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হয় এই চলচ্চিত্র প্রদর্শনীর। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাজ মাল্টিমিডিয়ার চেয়ারম্যান আব্দুল আজিজ এবং স্প্রাইট কর্তৃপক্ষসহ আরো অনেকে। ইভেন্ট আয়োজক প্রতিষ্ঠান প্ল্যাকার্ড পাবলিসিটির নির্বাহী পরিচালক কামরুজ্জামান সাইফুল জানান, দেশের বিভাগীয় শহরগুলোতে কলেজ এবং বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে ডিজিটাল প্রজেকশন সিস্টেম এর মাধ্যমে চলচ্চিত্র প্রদর্শন করা হবে। কুমিল্লাসহ চট্টগ্রামে একটানা ৩০ এপ্রিল পর্যন্ত এই প্রদর্শনী চলবে। তারপর পর্যায়ক্রমে ১ থেকে ৬ মে সিলেট, ৭ থেকে ১৪ মে খুলনা ও বরিশাল, ১৫ থেকে ২৩ মে রাজশাহী এবং সবশেষে ঢাকা বিভাগে এসে এই প্রদর্শনীর সমাপনী ঘোষণা করা হবে। চলচ্চিত্র উৎসব উদযাপন কমিটির প্রধান সমন্বয়কারী ও জাজ মাল্টিমিডিয়ার ক্রিয়েটিভ ডিরেক্টর ড. ইলা জাহান জানান, ‘মূলত দেশের চলচ্চিত্রপ্রেমী ছাত্রসমাজ এবং নতুন প্রজন্মের হলবিমুখ দর্শকদের মনে দেশীয় ও মান-সম্পন্ন চলচ্চিত্রের প্রতি উৎসাহ জোগানের জন্যই আমাদের এই আয়োজন। আর আমাদের সঙ্গে একাত্ম ঘোষণা করার জন্য স্প্রাইটকে বিশেষ ধন্যবাদ জানাচ্ছি। আশা করি, আমাদের এই প্রচেষ্টা সফল হবে।’

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাজ মাল্টিমিডিয়ার বিনা টিকেটে মাসব্যাপী চলচ্চিত্র প্রদর্শনী
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ