Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

বিনিময় হার দিয়ে আমাদের আঘাত করা যাবে না, বিরোধীদের এরদোগান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৮ মে, ২০১৮, ৩:০১ পিএম

গত সপ্তাহে তুর্কি লিরার বৈদেশিক বিনিময় হারের চরম অস্থিরতা নিয়ে বিরোধীদের সমালোচনার জবাব দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান।

রবিবার পশ্চিমাঞ্চলীয় প্রদেশ স্পার্টাতে নির্বাচনী ক্যাম্পেইনে এরদোগান বলেন, ‘কেউ কেউ মুদ্রার বিনিময় হার ও কিছু অবাস্তব বিষয় সম্পর্কে কথা বলছেন। এটি আপনারা এক পাশে সরিয়ে রাখুন। আপনারা বিনিময় হারের প্রসঙ্গ টেনে আমাদের আঘাত করতে পারেন না।’

এর আগের দিন তিনি মার্কিন ডলারের বিপরীতে লিরার পতন প্রতিরোধে তুর্কি নাগরিকদের সঞ্চয়কৃত ডলার ও ইউরো লিরায় রূপান্তরের জন্য নাগরিকদের প্রতি আহ্বান জানান।


শনিবার পূর্বাঞ্চলীয় ‘আরজুরুম; প্রদেশে নির্বাচনী সমাবেশে এরদোগান বলেছিলেন, ‘আমার ভাইদের প্রতি আমি অনুরোধ করছি, আপনাদের যাদের বালিশের নিচে ডলার বা ইউরো আছে সেগুলি আপনারা লিরায় রূপান্তরিত করুন।’

চলতি মাসে মার্কিন ডলারের বিপরীতে লিরার মান ১৬ শতাংশ হারিয়েছে।

আঙ্কারার পক্ষ থেকে বার বার বলা হচ্ছে যে, লিরার পতন একটি ষড়যস্ত্র। তুরস্ককে দুর্বল করতে অজ্ঞাত বিদেশি শক্তিগুলো এটি করছে বলে মনে করছে তুর্কি প্রশাসন।

শনিবারের সমাবেশে এরদোগান বলেছিলেন, ‘বিনিয়োগকারী এবং উদ্যোক্তাদের বিরুদ্ধে কাজ করার জন্য আর্থিক সেক্টর যদি এই ধরনের গেম খেলে, তাহলে তাদের চড়া মাশুল দিতে হবে।’

গঠনমূলক প্রকল্পগুলোর উন্নয়নের পরিবর্তে তা বাতিল করতে বিরোধী দলগুলোর প্রতিশ্রুতির কড়া সমালোচনা করেন এরদোগান।

এরদোগান বলেন, ‘এক বলছেন ক্ষমতায় এলে ‘আমরা ইস্তাম্বুলের ক্যানেলের দিকে অগ্রসর হবো না’। অন্য একজন বলছেন, ‘আমরা বিনিয়োগ বন্ধ করে দেব’। তারা বলছেন, ‘আমাদের কোনো বাজেট নেই’। আমি আপনাদেরকে বলি, আপনারা আমাদের এই বিজনেজটি বুঝতে পারবেন না। অর্থনীতিই হচ্ছে আমাদের বিজনেজ। সম্পদের বৈচিত্র্য আনার জন্য আমরা বিনিয়োগ করেছি। আপনারা যাই বলুক না কেন, আমরা বিনিয়োগ চালিয়ে যাব।’

ইস্তাম্বুল খাল বা ক্যানেলের এই মেগা প্রকল্পটি বসফরাস প্রনালীর মতো কৃষ্ণসাগর থেকে মারমারা সাগরকে যুক্ত করবে। এটি ইস্তাম্বুলের ইউরোপীয় অংশে নৌ-যান চলাচলে বিশেষ ভূমিকা রাখবে।

প্রধান বিরোধ দল রিপাবলিকান পিপলস পার্টির (সিএইচপি) প্রার্থী মুহারেম ইন্স প্রকল্পটি পরিত্যাগ করার অঙ্গীকার করেছেন। সূত্র: হুরিয়েত ডেইলি নিউজ



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এরদোগান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ