Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাতক্ষীরায় গুলিবিদ্ধ দুই জনের লাশ, অস্ত্র ফেন্সিডিল উদ্ধার

সাতক্ষীরা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৮ মে, ২০১৮, ১২:১৫ পিএম

সাতক্ষীরার বাঁকালে দুই ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৮ মে) ভোরে সাতক্ষীরা-ভোমরা সড়কের বাঁকালের আগুনপুর গ্রামে রাস্তার পাশে লাশ দুটি পড়ে ছিল বলে জানিয়েছে পুলিশ। এ সময় সেখান থেকে উদ্ধার করা হয়েছে একটি ওয়ান শুটার গান ও ১০৫ বোতল ফেনসিডিল। পুলিশের দাবি তারা মাদক ব্যবসায়ী।
নিহতরা হলেন, সাতক্ষীরা শহরের মধুমোল্লারডাঙ্গি এলাকার মৃত এরাদ আলী মিস্ত্রীর ছেলে ইমদাদুল হক (৪৮) ও সদর উপজেলার ভোমরা ইউনিয়নের লক্ষ্মিদাড়ি গ্রামের আজগর আলীর ছেলে খলিলুর রহমান পুটে (৩২)।
সদর থানার উপ-পরিদর্শক প্রবীর কুমার দাস জানান, সোমবার ভোরে খবর আসে যে বাঁকালের পাশে আগুনপুরে দুটি লাশ পড়ে রয়েছে। তিনি দ্রুততার সাথে সেখানে পুলিশের কয়েক সদস্যকে নিয়ে পৌঁছে যান। তিনি বলেন, লাশ দুটির প্রত্যেকের দেহে একটি করে গুলির চিহ্ন রয়েছে। তাদের পরনে ছিল লুঙ্গি ও গেঞ্জি। মাত্র ১০ গজের ব্যবধানে লাশ দুটি পড়ে ছিল বলে তিনি জানান। লাশের পাশেই পাওয়া গেছে একটি ওয়ান শুটার গান ও ১০৫ বোতল ফেনসিডিল। এ ছাড়া মদের খালি বোতলও পাওয়া গেছে।
উপ-পরিদর্শক প্রবীর কুমার দাস আরো জানান, প্রাথমিকভাবে ধরনা করা হচ্ছে যে তারা মাদকের ভাগাভাগি নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। নিজেদের মধ্যে গোলাগুলির এক পর্যায়ে উক্ত দুই মাদক ব্যবসায়ী নিহত হয়। ময়না তদন্তের জন্য লাশ দুটি সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এদিকে, নিহত ইমদাদুল হকের পরিবার সূত্রে জানা গেছে, গত বুধবার ২৩ মে দিবাগত রাত সাড়ে ১০ টার দিকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে ৬ জনের একটি দল ইমদাদুলকে বাড়ী থেকে ডেকে নিয়ে আসে। এরপর থেকে তাকে পাওয়া যায়নি। পরিবার আরো জানায়, সাতক্ষীরা ডিবি পুলিশসহ প্রশাসনের অনেক স্তরে খোঁজ নেওয়া হলেও তার কোন সন্ধান মেলেনি। তারা জানান, নিহত ইমদাদুলের বিরুদ্ধে থানায় কোন অভিযোগ বা মামলা ছিলো না। এরপরও তাকে এমনিভাবে মরতে হলো।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গুলিবিদ্ধ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ