বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চাঁদপুরের ফরিদগঞ্জে রসিস মাদক ব্যবসায়ী ও ১০ মামলা আসামী, আবু সায়েদ ওরুফে লাল বাদশা (৪৫) পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে । এ সময় পুলিশ তার কাছ থেকে ৪ রাউন্ড কার্তুজসহ একটি এক নলের বন্দুক ও ১শ' ১১ পিচ ইয়াবা উদ্ধার করে । থানার অফিসার ইনচার্জ জানান, রাত সাড়ে ১০টায় বাদশাকে তার নিজ গ্রাম পূর্ব গোবিন্দপুর থেকে অাটক করে । তার তথ্যসূত্রে, রাত ১টা ৩০ মিনিটের সময়, ৫ নং গুপ্টি এলাকার বৈচাতরী গ্রামের বেড়ি রাস্তার কাছে অপর মাদক ব্যবসায়ী হেলালকে অাটক করতে গেলে মাদক ব্যবসায়ীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের ওপর হামলা চালায়। এ সময় পুলিশ ও মাদক ব্যবসায়ীদের গুলি চলাকালে বাদশা ঘটনাস্থলে নিহত হয় । মাদক ব্যবসায়ীদের হামলায় পুলিশের, এএসআই, বাবুল, সুমন রায়, সুমন চৌধুরী, কনস্টেবল আরশাদ ও দেলোয়ার গুরুতর আহত হয় ।
লাল বাদশার বিরুদ্ধে চট্টগ্রাম , চাঁদপুর ও ফরিদগঞ্জ থানায় ১০ টি মামলা রয়েছে । গত দেড় মাস আগে সে চাঁদপুর কারাগার থেকে মুক্তি পেয়ে আবারো মাদক ব্যবসায় জড়িয়ে পড়ে । ঘটনার সময় পুলিশের এএসপি ( হাজীগঞ্জ সার্কেল) আফজাল হোসেন উপস্থিত ছিলেন । বাদশার লাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে প্রাথমিক সুরতহালের সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এএইচএম মাহফুজুর রহমান ও ইউএইচও জাহাঙ্গীর আলম শিপন ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।