Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নারায়ণগঞ্জের বক্তাবলীতে বখাটে যুবকদের তান্ডব

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৮ মে, ২০১৮, ১২:০০ এএম

নারায়নগঞ্জ সদর উপজেলার বক্তাবলী ইউনিয়ের গোপাল নগর গ্রামের একদল যুবক তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে কানাইনগরে হামলা চালিয়ে বাড়িঘর ও দোকানপাট ভাঙ্গচুর করে চরম আতঙ্কজনক পরিস্থিতি তৈরী করেছে। প্রত্যক্ষদর্শিরা জানান কয়েকদিন আগে গোপালনগর গ্রামের একদল যুবক মটরসাইকেল নিয়ে কানাইনগর বেকারী মোড়ে এসে স্থানীয় কয়েকজনের সাথে কথা কাটাকাটি ও হতাহাতিতে লিপ্ত হয়। এ সময় স্থানীঢ মুরব্বীরা হস্তক্ষেপন করে উভয় পক্ষকে নিবৃত্ত করে দেয়। এর দুদিন পরে গোপালনগরের যুবকরা শক্তিবৃদ্ধি করে কানাইনগর বেকারী মোড়ে এসে তান্ডব চালায়। এ সময় বক্তাবলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শওকত আলীর হস্তক্ষেপে বড় ধরনের সংঘাত এড়ানো সম্ভব হলেও দুইপক্ষের হুমকি পাল্টা হুমকি চলতে থাকে। গত শনিবার গোপালনগরের কতিপয় যুবক মটরসাইকেল নিয়ে কানাইনগর বেকারী মোড়ে গিয়ে প্রতিপক্ষের প্রতি হুমকি গালাগালি করলে দুইপক্ষে আবারো হাতাহাতি মারামারি হয়। এরই জের ধরে রবিবার সকাল এগারটায় গোপালনগর গ্রামের অর্ধশতাধিক যুবক চাপাতি, কিরিচ, বগি, হকিস্টিক, গজারি লাঠিসহ দেশীয় অস্ত্র নিয়ে বেপরোয়া হামলা চালায়। তাদের অতর্কিত হামলায় অন্তত ১০টি টিনের ঘর, পাকা বাড়ির দরজা জানালা ও ১৫-২০টি দোকান ক্ষতিগ্রস্ত হয় এবং বেশ কয়েকজন আহত হয়। আহতদেরকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা যায়। দুপুরের পর পুলিশ ঘটনাস্থলে যায়। স্থানীয় লোকজন এবং দোকানদাররা জানান, গোপাল নগরের কতিপয় বখাটে যুবক মটর সাইকেল নিয়ে এসে কানাইনগরে এসে প্রায়শ উচ্ছৃংখল আচরণ করে। বক্তাবলী বাজার ও ফেরিঘাট দিয়ে শহরে যাতায়াত করতে হয় বলে তাদেরকে সহজে কেই কিছু বলেনা। তবে ইদানিং তাদের তৎপরতা সহ্যের সীমা ছাড়িয়ে গেছে। গতকাল রাত ৯টা পর্যন্ত থানায় কোন মামলা হয়নি বলে জানা গেছে। উচ্ছৃঙ্খল যুবকদের বিরুদ্ধে এখনি কঠোর আইনগত ব্যবস্থা না নিলে আগামীতে আরো বড় ধরনের রক্তক্ষয়ী সংর্ঘষের আশঙ্কা করছেন কানাইনগরের গ্রামের সাধারণ মানুষ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বখাটে

৪ ডিসেম্বর, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ