বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
টাঙ্গাইলের মির্জাপুরে ইভটিজিংয়ে বাধা দেয়ায় এক শিক্ষককে শারীরিকভাবে লাঞ্ছিত করেছে দুদু মিয়া নামে এক বখাটে। এ ঘটনার পর বখাটেকে ধরে পুলিশে দিয়েছে স্কুলের ছাত্র ছাত্রী ও এলাকাবাসী। এসময় অপর দুই বখাটে পালিয়ে যেতে সক্ষম হয়।
রবিবার সকাল সাড় দশটার দিকে উপজেলার উয়ার্শী উচ্চ বিদ্যালয়ে এঘটনা ঘটে। ঘটনার পর লাঞ্ছিত শিক্ষক শাহিনুর রহমান মির্জাপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
আটক বখাটে দুদু মিয়া পার্শ্ববর্তী ধামরায়ই উপজেলার চৌহাট গ্রামের চানমিয়ার ছেলে।
জানাগেছে, বখাটে দুদু মিয়া তার কয়েক বন্ধু মিলে উয়ার্শী উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের বিদ্যালয়ে আসা যাওয়ার পথে উত্ত্যক্ত করে থাকে। এছাড়া অনেক দিন বিদ্যালয়ে ডুকেও ছাত্রীদের সঙ্গে অসাধাচারন করে থাকে। এ বিষয়ে ওই বখাটেদের একাধিকবার নিষেধ করলেও তারা ছাত্রীদের নানাভাবে উত্ত্যক্ত করেই আসছে।
রবিবার সকাল সাড়ে দশটার দিকে বখাটে দুদুসহ অপর তিন বন্ধু মিলে স্কুল ক্যাম্পাসে ডুকে ছাত্রীদের নানাভাবে উত্ত্যক্ত করতে থাকে। পরে ছাত্রীরা গিয়ে শিক্ষকদের জানালে কয়েকজন শিক্ষক গিয়ে তাদের স্কুল ক্যাম্পাস থেকে তাদের চলে যেতে বললে বখাটেরা উত্তেজিত হয়ে শাহিনুর রহমান নামে ওই শিক্ষককে শারীরিকভাবে লাঞ্ছিত করে। এসময় বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও শিক্ষক মিলে বখাটের ধাওয়া করে দুদুকে আটক করলেও অন্য দুই বখাটে পালিয়ে যায়। পরে আটক দুদুকে মির্জাপুর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
মির্জাপুর থানার উপপরির্দশক ( এস আই) বাবুল ঘটনার সত্যতা স্বীকার করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।