পশ্চিম তীরে সহিংসতা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ
জর্ডানের বাদশাহ আবদুল্লাহ মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের সঙ্গে বৈঠক করেছেন। এই বৈঠকে তিনি বলেছেন, ফিলিস্তিনের
সিরিয়ায় সাত বছর ধরে চলা গৃহযুদ্ধে উদ্ধার তৎপরতা চালানো বেসরকারি সংস্থা হোয়াইট হেলমেটের পাঁচ সদস্যকে গুলি করে হত্যা করেছে মুখোশ পরা বন্দুকধারীরা। শনিবার ভোরে আলেপ্পো প্রদেশের আল হাদের সেন্টারে সংস্থাটির কার্যালয়ে হামলা চালিয়ে এসব সদস্যদের চোখ বেঁধে গুলি করে হত্যা করা হয়। এক টুইটার বার্তায় নিজেদের সদস্যদের মৃত্যুর খবর জানিয়েছে হোয়াইট হেলমেট। তবে সিরিয়ায় কাজ করা আরেক বেসরকারি সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলছে, গত কয়েকদিন ধরে ওই এলাকায় চলা ধারাবাহিক হামলার ঘটনা থেকে এই ঘটনাকে আলাদা করা যায় না। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।