প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
ঈদ উল ফিতরকে ঘিরে নতুন নতুন বিজ্ঞাপনে মডেল হওয়া এবং খন্ড নাটক ও ধারাবাহিক নাটকের কাজ নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন মডেল, অভিনেত্রী ও নৃত্যশিল্পী নাদিয়া আহমেদ। ইতোমধ্যে মডেল হিসেবে কাজ করেছেন ফ্যাশন ডিজাইনার নিঘাত ইমামের ‘প্রিয়ালী বুটিকস’র। এই বুটিকস’র কাজ করে দারুণ উচ্ছসিত নাদিয়া। এছাড়া অমিতাভ রেজা চৌধুরীর নির্দেশনায় হেয়ার কোট হেয়ার কালার’র বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন। বিজ্ঞাপনটি দু’একদিনের মধ্যেই প্রচারে আসার কথা রয়েছে বলে জানান নাদিয়া। এছাড়া বর্তমানে কাজ করছেন ইমরান হাওলাদারের ধারাবাহিক ‘শালিস মানে তালগাছ আমার’-এর। পাশাপাশি মোশাররফ করিমের বিপরীতে আদিবাসী মিজানের নির্দেশনায় ছয় পর্বের দুই ধারাবাহিক ‘হাই প্রেসার টু’ ও ‘সান্তনা দে’র কাজ শেষ করেছেন। বিজ্ঞাপন এবং নাটকে কাজ করা প্রসঙ্গে নাদিয়া আহমেদ বলেন, ‘প্রিয়ালী বুটিকস’র কাজ করে ভীষণ ভালো লেগেছে। এর কাপড়গুলো একেবারেই অন্যরকম। অন্যদিকে অমিতাভ ভাই’র নির্দেশনাতেও কাজ করে ভালো লেগেছে। দুটো কাজই আমাকে মুগ্ধ করেছে। ঈদের বিশেষ দুটি ধারাবাহিকে মোশাররফ ভাইকে সহশিল্পী হিসেবে পেয়ে দুটো কাজে অনেক আনন্দ পেয়েছি। মোশাররফ অনেক গুনী একজন শিল্পী। তারসঙ্গে কাজ করতে পারটাও অনেক আনন্দের।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।