বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নারায়ণগঞ্জের আড়াইহাজারে প্রেমের সম্পর্ক মেনে না নেয়ায় বাবা-মায়ের সাথে অভিমান করে এক যুবক গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। নিহতের নাম নয়ন (২২) গতকাল শনিবার সকাল ১১টায় পুলিশ উপজেলার বিশনন্দী গোরস্থানের নিকট থেকে তার লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে। সে ওই গ্রামের তাইজুদ্দিনের ছেলে।
গোপালদী ফাঁড়ির ইনচার্জ হাসান জানান, উপজেলার বিশনন্দী গ্রামের তাইজুদ্দীনের ছেলে নয়ন (২২)তার চাচাত বোনের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে এবং তাকে বিয়ে করতে চায় । এ সম্পর্ক তার পরিবার বর্গ মেনে না নেয়ায় শুক্রবার রাতে সে বিশনন্দী গোরস্থানের পাশে একটি আমগাছের উঁচু ডালে রশি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্ম হত্যা করেছে। নিহত নয়ন বিশণন্দী বাজারে টেইলরের কাজ করতো বলে জানা গেছে।
আড়াইহাজার থানার ওসি এম এ হক জানান, লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।