Inqilab Logo

রবিবার, ৩০ জুন ২০২৪, ১৬ আষাঢ় ১৪৩১, ২৩ যিলহজ ১৪৪৫ হিজরী

কাশ্মীরে পুলিশের গাড়িতে বিদ্রোহীদের হামলা, আহত ৪

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৫ মে, ২০১৮, ১২:৩০ পিএম

ভারতনিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরে পুলিশের গাড়িতে হামলা চালিয়েছে বিদ্রোহীরা। তাদের ছোড়া গ্রেনেডে তিন পুলিশ সদস্যসহ চারজন আহত হয়েছেন।

স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ১১টার দিকে জম্মু বাসস্ট্যান্ডে এ হামলার ঘটনার পর গোটা এলাকা ঘিরে রেখে তল্লাশি শুরু হয়েছে।
 
হামলায় আহত পুলিশ সদস্যরা হলেন, স্টেশন হাউস অফিসার রাজেশ জাসরোটিয়া, গাড়ির চালক অর্জুন কুমার, কনস্টেবল শাহ ইশরার।

এ ছাড়া আহত হয়েছেন জগদেব রাজ নামে এক সাধারণ নাগরিক। সবাইকে এসএমজিএস হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, হামলার পরই এলাকা ছেড়ে নিরাপদে সরে যায় বিদ্রোহীরা। তবে এলাকাটি ঘিরে রেখে তল্লাশি চালায় ভারতীয় আইনশৃঙ্খলা বাহিনী।

এদিকে বৃহস্পতিবার রাতে শ্রীনগরে ভারতের বিশেষ বাহিনী সিআরপিএফের একটি শিবির লক্ষ্য করেও গ্রেনেড ছুড়েছে বিদ্রোহীরা।

শহরের নওয়াকাদাল এলাকার বারাই পোরা শিবিরে চালানো এ হামলায় কেউ হতাহত হয়নি বলে দাবি করেছে পুলিশ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কাশ্মীর


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ