Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাবা- চাচাদের মারামারিতে প্রাণ গেলো শিশু তৈয়বুরের

সাতক্ষীরা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৫ মে, ২০১৮, ১২:১৬ পিএম

বাবা- চাচাদের মারামারিতে আহত শিশু তৈয়বুর রহমান (১০) মারা গেছে। আজ শুক্রবার সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সার্জিক্যাল হাসপাতালে নেওয়ার পথে মারা যায় সে। নিহত শিশু তৈয়বুর রহমান সাতক্ষীরার আশাশুনি উপজেলার পূর্ব নাকনা গ্রামের আব্দুল গণি পাড়ের ছেলে।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, আব্দুল গণি পাড় ও আব্দুল খলিল পাড় আপন সহোদর। একজনের ঘরের চালে আরেকজনের চাল ওঠা নিয়ে ২৪ মে বৃহস্পতিবার সকালে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া বাঁধে। এসময় খলিলের ছেলে মহাসিন ও ইয়ামিন ইট ছুড়ে মারে। এদের ছোঁড়া একটি ইট তৈয়বুরের মাথায় লেগে সে গুরুতর আহত হয়। তাকে ওই দিনেই সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা খুলনা মেডিকেল কলেজে নেওয়ার পরামর্শ দেন। পরে তাকে খুলনা মেডিকেলে ভর্তি করা হয়। সেখানকার ডাক্তাররা তাকে ঢাকায় নিয়ে যাওয়ার জন্য বলেন শিশুর নিকট আত্মীয়দের। আজ শুক্রবার সকালে মেডিকেল কলেজ হাসপাতাল থেকে খুলনা সার্জিক্যাল হাসপাতালে নেওয়ার সময় শিশু তৈয়বুর মৃত্যুর কোলে ঢলে পড়ে। এ রিপোর্ট লেখার সময় তৈয়ুবুরের লাশ খুলনায় ছিলো বলে তার পরিবারের সদস্যরা জানিয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিহত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ