Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাদকের বিরুদ্ধে অভিযানে আটক ৫০

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৫ মে, ২০১৮, ১২:০০ এএম

মাদকের বিরুদ্ধে দেশ ব্যাপী চলমান সাঁড়াশী অভিযানে কোটি কোটি টাকার মূল্যে মাদকদ্রব্যসহ অর্ধশত মাদক ব্যবসায়ীও মাদসেবীকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এসময় পুলিশের সাথে মাদক ব্যবসায়ীদের সংঘর্ষে কয়েকজন পুলিশ সদ্যস্য আহত হয়েছে বলে জানা গেছে।
রাজশাহী ব্যুরো জানায়, আটক হওয়ার পর আজিজা বেগম (৪০) নামে এক নারী মাদক বিক্রেতা পুলিশের গাড়ি থেকে পালানোর চেষ্টা করায় তাকে গুলি করা হয়েছে। গত বুধবার রাত সাড়ে ৯টার দিকে রাজশাহী মহানগরীর চারখুটার মোড় এলাকায় এই ঘটনা ঘটে। নগরীর হড়গ্রাম টুলটুলিপাড়া মহল্লায় তার বাড়ি। নগরীর কাশিয়াডাঙ্গা থানার ওসি জানান, রাতে আজিজা তার একজন প্রতিবেশির বাড়িতে বসে ইয়াবা বিক্রি করছিল। খবর পেয়ে পুলিশের একটি দল তাকে আটক করতে যায়। এ সময় ওই নারী হাঁসুয়া নিয়ে পুলিশের ওপর হামলার চেষ্টা করে। তাকে পুলিশ আটক করে। আটকের সময় আজিজার কাছ থেকে ৬০ পিস ইয়াবাও জব্দ করা হয়। আজিজা বেগমের বিরুদ্ধে থানায় ৯টি মামলা রয়েছে।
নেত্রকোনা জেলা সংবাদদাতা জানান, নেত্রকোনা মডেল থানার পুলিশ গত বুধবার রাতে জেলা শহরের কাটলী পূর্বপাড়া ও পুর্ব মঈনপুর এলাকায় অভিযান চালিয়ে ৭শ ৪৩ গ্রাম হেরোইন ও ৫০ পিস ইয়াবাসহ তিন মাদক বিক্রেতাকে আটক করেছে। নেত্রকোনা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ বোরহান উদ্দিন জানান, আটক তিনজনেই বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।
বোদা (পঞ্চগড়) উপজেলা সংবাদদাতা জানান, পঞ্চগড়ের বোদায় গত ১ সপ্তাহে মাদক বিরোধী অভিযানে এ পর্যন্ত ২০ জনকে আটক করা হয়েছে। জানা গেছে, এরা মাদকসেবী ও মাদক ব্যবসায়ী। বোদা থানার অফিসার ইনচার্জ এ,কে,এম নুরুল ইসলাম জানান, মাদক বিরোধী অভিযানে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত ২০ জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে ১৪ জন মাদক নিয়ন্ত্রন আইনের মামলার আসামী আর বাকি ৬ জনকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
গফরগাঁও উপজেলা সংবাদদাতা জানান, গফরগাঁও ও পাগলা থানা পুলিশ পৃথক অভিযানে দুই মাদক ব্যবসায়ীসহ তিনজন গ্রেফতার করেছে । গ্রেফতারের সময় দুই গাঁজা ব্যবসায়ীর কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয় । গত বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার উথুরী গ্রামের মৃত আবদুছ সাত্তারের ছেলে মাদক ব্যবসায়ী আমিনুল হক (৫০) কে আটক করে । এ সময় তার দেহ তল্লাসী করে ৩০০গ্রাম (৩০টি কাগজের পুড়িয়া) গাঁজা উদ্ধার করে পুলিশ। একই রাতে মোঃ মফিজুল ইসলাম নামে ও পাগলা থানার পুলিশ পাইথল গ্রামের মাদক ব্যবসায়ী মনির মিয়াকে ২০০গ্রাম গাঁজাসহ আটক করে।
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) উপজেলা সংবাদদাতা জানান, গাইবান্ধার গোবিন্দগঞ্জে পুলিশ বুধবার রাতে মাদক বিরোধী অভিযান চালিয়ে ইয়াবা ও ফেনসিডিল সহ ৯ জন মাদক কারবারী সহ ১১জনকে আটক করেছে ।
থানা সুত্রে জানা গেছে, গোবিন্দগঞ্জ থানা অফিসার ইনচার্জ মজিবুর রহমানের পিপিএম এর নেতৃত্বে পুলিশ বুধবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী ও সেবনের অভিযোগে ১১জনকে আটক করেছে। আটককৃতদের কাছ থেকে ১৪২ পিস ইয়াবা, ১ গ্রাম হোেইন ও ৩ বোতল ফেনসিডিল ইদ্ধার কারা হয়।
ঈশ্বরদী (পাবনা) উপজেলা সংবাদদাতা জানান, ঈশ্বরদীতে মাদক ব্যবসায়ীদের সাথে পুলিশের সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় মাদক ব্যবসায়ীর হাতবোমার আঘাতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। গুলিবিদ্ধ অবস্থায় পুলিশ ২শ’ পিস ইয়াবাসহ দুলাল হোসেন জয় (২৩) ওরফে মুচি দুলাল নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করলেও তার সহযোগীরা পালিয়ে যায়। বুধবার দিবাগত রাত ২টার দিকে ঈশ্বরদী-পাবনা মহাসড়কের মধ্য অরনকোলা দিপু সরকারের পরিত্যক্ত গোডাউনের সামনে এ ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যরা হলেন- কনস্টেবল (৩০২) রকিব উদ্দিন, (১১৭২) মিজানুর রহমান ও (৯১৯) মুশিহার আলী। বর্তমানে তারা ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। আটক দুলাল ঈশ্বরদী পৌর এলাকার মাহাতাব কলোনির মৃত আব্দুল মান্নান শেখের ছেলে। ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।
রামগড় (খাগড়াছড়ি) উপজেলা সংবাদদাতা জানান, জেলার রামগড় ৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনস্থ হেয়াকো বিওপি ক্যাম্পের সংলগ্ন ইসলামপুর রাবার বাগান এলাকায় বৃহঃবার গভীর রাতে অভিযান চালিয়ে ২০০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে বিজিবি জোয়ানরা। এসময় সুবেদার মোঃ আবুল কাশেম এর নেতৃত্বে একটি টহল দল ইয়াবা উদ্ধার করলেও মাদক চোরাকারবারীরা বিজিবি’র উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। বর্তমানে যার বাজার মূল্য ৮০ হাজার টাকা। সিংড়া (নাটোর) উপজেলা সংবাদদাতা জানান, নাটোরের সিংড়া পৌর এলাকার মাদারীপুর মহল্লায় অভিযান চালিয়ে কুদরত ওরফে কুদু (৪৫) নামের একজন গাঁজা ব্যবসায়ীকে আটক করেছে সিংড়া থানা পুলিশ। । সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মাদক

২২ অক্টোবর, ২০২২
২৭ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ