Inqilab Logo

বুধবার ২০ নভেম্বর ২০২৪, ০৫ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আইসিসি নারী ডেভলপমেন্ট দলে বাংলাদেশের তিন

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৫ মে, ২০১৮, ১২:০০ এএম

ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) মহিলা সুপার লিগের দলের বিপক্ষে পাঁচটি টি-টোয়েন্টি মাচের জন্য আইসিসি মহিলা ডেভেলপমেন্ট দলে সুযোগ পেলেন বাংলাদেশের তিন ক্রিকেটার। এরা হলেন- অধিনায়ক রুমানা আহমেদ, পেসার জাহানারা আলম এবং স্পিনার খাদিজা-তুল-কুবরা। ১৩ সদস্যের দলে বাংলাদেশ ছাড়াও আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস, পাপুয়া নিউগিনি এবং উগান্ডার দু’জন করে এবং স্কটল্যান্ড এবং সংযুক্ত আরব আমিরাতের একজন খেলোয়াড় রয়েছে। র‌্যাঙ্কিংয়ের শীর্ষ আট দলের বাইরের ক্রিকেটারদের নিয়ে গঠন করা হয় এ আইসিসি মহিলা ডেভেলপমেন্ট দল। মূলত র‌্যাংকিংয়ের নীচের সারির খেলোয়াড়দেরকে আরো বেশি খেলার সুযোগ দিতেই আইসসি এবং ইসিবির যৌথ উদ্যগে ২০১৬ সাল থেকে এ সিরিজ অনুষ্ঠিত হচ্ছে। নেদারল্যান্ডসে অনুষ্ঠিতব্য টি-২০ বিশ্বকাপ বাছাই পর্বের পর পরই ইংল্যান্ডে আগামী ১৫-২১ জুলাই ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আইসিসি

২৫ জানুয়ারি, ২০২১
১১ ফেব্রুয়ারি, ২০২০

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ