Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ছোটদের জয়ে বড়দের উচ্ছ্বাস

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১১ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০০ এএম

বাংলাদেশ ক্রিকেটের সুদীর্ঘ ৩৩ বছরের পথচলায় সবচেয়ে বড় অর্জণ কি? ক’দিন আগেও এই প্রশ্নের উত্তর ছিল ধোঁয়াশায় ঢাকা। একেক জনের দৃষ্টিভঙ্গিতে তার নিজস্ব স্টাইলে সেরা খোঁজার প্রতিযোগিতা ছিল বিস্তর। কিন্তু আজ সেই দ্বিধা-দ্ব›দ্ব নেই। বুকটা চওয়া করে যেকেউ বলবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের বিশ্ব জয়ের কথা। গর্বে ও আনন্দে আটখানা হয়ে জুনিয়র টাইগারদের কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়েছে গোটা দেশ। সেই তালিকায় বাদ যায়নি তাদেরই পূর্বসূরীরা। জাতীয় দলের খেলোয়াড়রাও অভিনন্দনে সিক্ত করেছেন আকবর আলীদের।

বাংলাদেশ দলের ওয়ানডে দলপতি মাশরাফি বিন মুর্তজার নিজ শহর নড়াইল। যুবা দলের হয়ে খেলা অভিষেক দাসেরও তাই। নিজ এলাকার ছেলের এমন পারফরমেন্সে বেশ আনন্দিত। পুরো দল ও কোচিং স্টাফকে অভিনন্দন জানিয়ে তিনি তার ফেসবুক পেজে লিখেছেন, ‘অভিনন্দন বাংলাদেশ। বিশেষ ধন্যবাদ আমার শহরের ছেলে অভিষেক দাসকে। এছাড়াও রকিবুল হোসেন, শরিফুল ইসলাম, পারভেজ হোসেন ইমন সহ সকল খেলোয়াড় ও কোচিং স্টাফকেও ধন্যবাদ।’

এছাড়া নিজে অধিনায়ক হয়ে অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক আকবর আলীকে ভুলে যাবেন মাশরাফি? না, তা নয়। যুবা ক্যাপ্টেনকে উদ্দেশ্য করে ম্যাশ লিখেছেন, ‘আকবর সত্যিই তুমি সুন্দর। তোমার কাছেই শিখলাম কি করে আবেগকে নিয়ন্ত্রণে রাখতে হয়। কি অসাধারণ এই অর্জন! বাংলাদেশের প্রতিটি মানুষের জন্য কি দারুণই এই মুহুর্ত! তবে যেতে হবে অনেক দ‚র। আশা করি ভবিষ্যতে তোমরা আরো বড় সাফল্য নিয়ে আসবে। আপাতত এই মুহুর্তটা উপভোগ কর।’

জাতীয় দলের অন্যতম কান্ডারি মুশফিকুর রহিম যুবাদের মহাতারকা হিসেবে উল্লেখ করেছেন। তিনি ফেসবুক পেজে লিখেছেন, ‘এদেশের একজন ক্রিকেটার হিসেবে বলব এটাই আমাদের সবচে বড় অর্জন। এই তরুণেরা আমাদের গর্বিত করেছে। মহাতারকাদের অভিনন্দন!’
এছাড়াও টাইগার যুবাদের অভিনন্দনে ভাসিয়েছেন জাতীয় ক্রিকেট দলের ওপেনার তামিম ইকবাল। তিনি তার ফেসবুক পেইজে লিখেছেন, ‘আইসিসি অন‚র্ধ্ব-১৯ বিশ্বকাপ ২০২০ চ্যাম্পিয়ন হওয়ার জন্য বাংলাদেশ অন‚র্ধ্ব-১৯ দলকে অনেক অভিনন্দন। তোমারা আমাদের পুরো দেশকে গর্বিত করেছ।’
বাংলাদেশ জাতীয় দলের টেস্ট অধিনায়ক মুমিনুল হক যুবাদের জয়ের দিনেই পাকিস্তানের মাঠে হেরেছেন ইনিংস ব্যবধানে। কিভাবে ভালো ফল পেতে হয়, ছোটদের কাছ থেকে শিখেছেন তিনি। সঙ্গে জানিয়েছেন অভিনন্দনও, ‘অন‚র্ধ্ব-১৯ দল আমাদের দেখিয়েছে, কীভাবে ভালো ফলাফল পেতে হয়। ওরা সত্যিই অনেক ভালো করেছে। আমি ওদের অভিনন্দন জানাই।’

পাকিস্তানে সিরিজ খেলতে থাকা মাহমুদউল্লাহও অভিনন্দন জানাতে ভোলেননি, ‘কি অসাধারণ মুহ‚র্ত! বিশ্ব চ্যাম্পিয়ন! তোমাদের নিয়ে গর্বিত ছেলেরা। হৃদয়ের অন্তঃস্থল থেকে বাংলাদেশ অন‚র্ধ্ব-১৯ দলকে শুভেচ্ছা!’

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান আকবরদের ছবিসহ ফেসবুকে পো স্ট করেছেন, ‘ছোটা টাইগাররা করে দেখিয়েছে। অনূধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে ভারতকে ৩ উইকেটে হারিয়ে ইতিহাস তৈরি করেছে। বিশ্বচ্যাম্পিয়ন বাংলাদেশ।’

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে এই মুহূর্তে অস্ট্রেলিয়ায় আছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। যুবাদের এই প্রাপ্তির উচ্ছ¡াস ছুয়ে গেছে তাদেরও। সেখান থেকেই যুবাদের অভিনন্দন জানিয়েছেন অধিনায়ক সালমা খাতুন, অলরাউন্ডার জাহানারা আলম, রোমানা আক্তাররা।

টাইগার যুবাদের এই আনন্দ ক্রিকেট ছাপিয়ে ছুয়েছে অন্যক্রীড়াঙ্গণকেও। গতকালই বিশ্ব আর্চ্যারির ‘সেরা চমক’ পুরস্কারে ভুসিত হয়েছেন দেশসেরা আর্চার রোমান সানা। তার সেই আনন্দকেও ছাপিয়ে গেছে যুবাদের বিশ্বজয়। বললেন, ‘অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল বিশ্ব চ্যাম্পিয়ন। আনন্দে আমি আত্মহারা। অনেক বড় একটি আনন্দের উপলক্ষ এনে দিয়েছে ছোট ছোট ছেলেরা। তাদের এই সাফল্যে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না। এরচেয়ে বড় কিছু তাদের জন্য জন্য অপেক্ষা করছে। আমি আশা করি ছোটদের এই পথ অনুসরণ করে বড়রাও ভবিষ্যতে সাফল্য বয়ে আনবে।’

জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভুঁইয়াতো এক কাঠি সরেস। নিজের অভিব্যক্তি জানাতে গিয়ে বলেন, ‘আমি ক্রিকেট খুব একটা দেখি না। কিন্তু বাংরাদেশের খেলা কখনই মিস করিনা। গতকাল (পরশু) সারাটাক্ষণই ম্যাচটি দেখেছি আর ছেলেদের জন্য দোয়া করেছি। আকবরদের অভিনন্দন। সামনে এমন সাফল্য আরো ধরা দিক।’ দেশসেরা মিডফিল্ডার মামুনুলও জানিয়েছেন নিজের উচ্ছ¡াস, ‘আমি বরাবরই আশাবাদী ছিলাম। ম্যাচে কখনও মনে হয়নি আমরা হারবো। তাদের (যুবদল) বডি র‌্যাঙ্গুয়েজে ছিল আত্মবিশ্বাসে ভরপুর। তারা না জিতে পারেই না। অভিনন্দন জুনিয়র টাইগার।’

তারকা হকি খেলোয়াড় ও জাতীয় দলের অধিনায়ক রাসেল মাহমুদ জিমিও অভিনন্দন জানিয়েছেন যুবাদের, ‘হকির পর আমি ক্রিকেটের ভক্ত। মাশরাফি, সাকিবদের খেলা দেখতে কত গেছি মিরপুরে স্টেডিয়ামে। এখন থেকে অনূর্ধ্ব-১৯ দলের খেলা দেখতেও যেতে হবে। আমি আকবর, জয়, সাকিবদের ভক্ত বনে গেছি। অভিনন্দন তোমাদের।’ দেশসেরা ব্যাডমিন্টন তারকা ও সাবেক জাতীয় চ্যাম্পিয়ন এলিনা সুলতানাও যুবাদের এমন প্রাপ্তিতে খুশি। বললেন, ‘আমি তাদের অন্তরের অন্তস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। আশা করছি সামনেও আমাদের দেশকে এমন সাফল্য এনে দিবে। একদিন এই দলটিই বিশ্বকাপে মূল শিরোপা এনে দেবে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আইসিসি বিশ্বকাজ

১১ ফেব্রুয়ারি, ২০২০
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ