মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভেনেজুয়েলা থেকে মার্কিন উপ-রাষ্ট্রদূত টোড রবিনসন ও তার সহকারী ব্রিয়ান নারানজোকে বহিষ্কার করেছেন দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। নির্বাচনে আনুষ্ঠানিকভাবে জয়লাভের পর মঙ্গলবার এক টেলিভিশন ভাষণে তিনি ওই নির্দেশ দেন। মাদুরো পুনরায় প্রেসিডেন্ট পদে নির্বাচন করায় যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করে। এর জেরেই তিনি এমন পদক্ষেপ নিলেন। মাদুরো বলেন, ‘যুক্তরাষ্ট্র এখানে আমাদের ওপর কর্তৃত্ব করতে পারে না।’ উপ-রাষ্ট্রদূত টোড রবিনসন ও তার সহযোগী ব্রিয়ান নারানজোকে পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে দেশত্যাগের নির্দেশ দিয়ে তিনি বলেন, ‘আপনার ষড়যন্ত্র অনেক সহ্য করেছি’। মাদুরো অভিযোগ করেন, এই দুই কূটনীতিক ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নির্বাচন নস্যাৎ করার চেষ্টা করেছেন। এজন্য তারা কয়েকজন সরকারবিরোধী প্রেসিডেন্ট প্রার্থীকে নির্বাচনে অংশ না নিতে রাজি করান। এছাড়া নারানজোকে ভেনেজুয়েলায় মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ’র প্রধান বলেও দাবি করেন মাদুরো।
আল-জাজিরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।