Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

সুনামগঞ্জে তরুণীকে ধর্ষণের অভিযোগ

সুনামগঞ্জ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৩ মে, ২০১৮, ১১:২৩ এএম

সুনামগঞ্জ সদর উপজেলায় এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে।
সদর উপজেলার গৌরারং ইউনিয়নের দামপাড়া গ্রামে গতকাল মঙ্গলবার দিনগত রাত প্রায় সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে বলে সুনামগঞ্জ থানার এসআই আতিকুর রহমান জানান।
এ ঘটনায় অভিযোগ ওই এলাকার গোলাম মোস্তাফার ছেলে সুহেল মিয়া (২৬) বিরুদ্ধে ।
ঘটনার পর থেকে সুহেল পলাতক রয়েছে। আর মেয়েটিকে আপাতত থানায় রাখা হয়েছে; স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে হাসপাতালে পাঠানো হবে বলে এসআই আতিকুর জানান।
এ ঘটনায় মেয়েটির বাড়ির লোকজন রাতেই থানায় মৌখিক অভিযোগ করেন।
মেয়েটির স্বজনদের বরাতে এসআই আতিকুর বলেন, “রাতে মেয়েটি তার বাড়ির বারান্দায় দাঁড়িয়ে মোবাইল ফোনে কথা বলছিল। এ সময় সুহেল তার মুখ চেপে ধরে বাড়ির পাশের একটি জঙ্গলে নিয়ে ধর্ষণ করে।”
মেয়েটি চিৎকার করতে চাইলে সুহেল তাকে হত্যার হুমকি দেয়। পরে মেয়েটি বাড়ি ফিরে পরিবারের লোকজনকে ঘটনাটি জানালে তারা তাকে থানায় নিয়ে আসে বলে এ পুলিশ কর্মকর্তা জানান।
তিনি বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ধর্ষণ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ