Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গরুতে মরিচ ক্ষেত নষ্টের জেরে একজন নিহত

রাজশাহী ব্যুরো | প্রকাশের সময় : ২২ মে, ২০১৮, ১২:০০ এএম

মরিচের ক্ষেত গরুতে নষ্ট করার ঘটনাকে কেন্দ্র করে গতকাল রাতে দুর্গাপুরের সুখানদিঘী গ্রামে ইসাহাক আলী (৫০) নামের এক ব্যাক্তিকে লোহার সাবল দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। ইসাহাক উপজেলার জয়নগর ইউনিয়নের সুখানদিঘী সরদার পাড়া গ্রামের মৃত ফেলু মন্ডলের ছেলে। নিহত ইসাহাকের ছোট ভাই ইসরাফিল হোসেন জানান, সুখানদীঘি গ্রামের আবদুল আউয়াল নামের এক ব্যক্তির গরু একই গ্রামের মনতাজ আলীর মরিচ ক্ষেত নষ্ট করে। বিষয়টি নিয়ে রোববার রাতে মোড়ে স্থানীয়রা সালিশ বৈঠক ডাকে। বৈঠক চলাকালীণ সময়ে গরুতে ক্ষেত নষ্ট করায় মালিক আব্দুল আউয়ালকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে ক্ষেতের মালিক মনতাজসহ তার পক্ষের লোকজন।
এ সময় আউয়ালের লোকজন প্রতিবাদ করতে থাকলে দুই পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি লাগে। পরিস্থিতি উত্তপ্ত দেখে আউয়াল বাড়িতে তার চাচা ইসাহাকের কাছে মোবাইলে কল দিয়ে ঘটনাস্থলে আসার কথা বলেন। তাৎক্ষণিক ইসাহাক ভাতিজা আউয়ালের ডাকে সাড়া দিয়ে ঘটনাস্থলে আসেন।
এ সয়ময় প্রতিপক্ষের উত্তেজিত লোকজন ভট্টু, চঞ্চল, মকলেছসহ কয়েকজন মিলে লোহার সাবল দিয়ে ইসাহাকের মাথায় আঘাত করে। এতে ঘটনাস্থলেই মারা যান ইসাহাক। এদিকে, ঘটনার পর থেকে প্রতিপক্ষের লোকজন গ্রাম ছেড়ে পালিয়েছেন।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, এই হত্যাকা-ের ঘটনায় জড়িতদের আটক করতে পুলিশ অভিযান শুরু করেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিহত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ