প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
কলকাতার ‘টেলি-সিনে অ্যাওয়ার্ড’র ১৭’তম আসরে ববিতা’কে আজীবন সম্মাননা’য় ভূষিত করা হবে। বাংলাদেশ এবং ভারতের চলচ্চিত্রে বিশেষ অবদান রাখার জন্য ববিতাকে এই সম্মাননা দেয়া হচ্ছে বলে জানিয়েছেন ‘টেলি-সিনে এ্যাওয়ার্ড’র জেনারেল সেক্রেটারি মৃন্ময় কাঞ্জিলাল। এক প্রতিক্রিয়ায় ববিতা বলেন, ‘এই সম্মাননা আন্তর্জাতিক এক বিরাট স্বীকৃতি। পুরস্কারটির প্রসঙ্গে যখন আমার কাছে আসে তখন সত্যজিৎ রায় এবং সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে কাটানো সেই সময়টা যেন বারবার চোখের সামনে চলে আসছিলো। দেখতে দেখতে এতটা বছর পেরিয়ে গেছে, ভাবলেই অবাক হই। অশনি সংকেত আমাকে আন্তর্জাতিক অঙ্গনে বিরাট এক স্বীকৃতি এনে দিয়েছিল। এই সম্মাননা যেন আমার জীবনে অশনি সংকেত’র ভূমিকা আরো পরিপূর্ণ করে তুলেছে। সকলের কাছে দোয় চাই আমি।’ আগামী ২ জুন বিকেল পাঁচটায় কলকাতার নজরুল মঞ্চে ববিতা’র হাতে ‘টেলি সিনে অ্যাওয়ার্ড আজীবন সম্মাননা’ তুলে দেয়া হবে। এদিকে ২০১৬ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ‘আজীবন সম্মাননা’ পেতে যাচ্ছেন ববিতা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।